আবারও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
ইউরো কাপের বাছাইপর্বে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে গত নভেম্বরে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিল বেলজিয়াম। শীর্ষস্থান হারাতে হয়েছিল আর্জেন্টিনাকে। তবে পাঁচ মাস পর আবার শীর্ষস্থান ফিরে পেয়েছে দুইবারের বিশ্বকাপজয়ীরা। প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে উঠে এসেছে চিলি।
বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিনটি ম্যাচের একটিতেও জিততে পারেনি আর্জেন্টিনা। গত বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত এই তিনটি ম্যাচের মধ্যে দুইটি ড্র এ একটি ম্যাচে হেরেছিল লিওনেল মেসির দল। আর এই সময়েই ইউরো কাপের বাছাইপর্বে বেলজিয়াম ছিল অপ্রতিরোধ্য। জিতেছিল বেশ কয়েকটি ম্যাচ। দখল করেছিল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান।
তবে তারপর বাছাইপর্বে নিজেদের শেষ তিনটি ম্যাচেই জয় দিয়ে আবার শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। দুই নম্বরে নেমে যেতে হয়েছে বেলজিয়ামকে। দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ২০১৫ সালের কোপা আমেরিকা শিরোপাজয়ী চিলি। লাতিন আমেরিকার আরেক দেশ কলম্বিয়াও বড়সড় লাফ দিয়েছে র্যাঙ্কিংয়ে। চারধাপ এগিয়ে উঠে এসেছে চার নম্বর অবস্থানে। পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল আছে সপ্তম স্থানে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে জার্মানি ও স্পেন।
ফিফা র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের। ৮৭ পয়েন্ট নিয়ে আগের মতোই আছে ১৭৭ নম্বর অবস্থানে।