এমন স্বপ্নময় বিদায়ই চেয়েছিলেন ডি মারিয়া
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/15/dimariya_0.jpg)
একটি-দুটি নয়। একটানা চারটি শিরোপা জয়। এরপর উৎসবের মঞ্চ থেকে বিদায় বলে দেওয়া। এমন চিত্রনাট্য যে কোনো খেলোয়াড়ের জন্য পরম পাওয়ার। আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়রার জন্যও তাই। শিরোপার জন্য বছরের পর বছর অপেক্ষায় থাকা ডি মারিয়া টানা চার ট্রফি জিতে বিদায়ের স্বপ্নই অন্তরে লালন করে আসছিলেন।
অবশ্য সেই স্বপ্ন সত্যি হলো। ২০২১ সাল থেকে ২০২৪—এই চার বছরের চার ফাইনালের চারটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। যার শেষটি ছিল আজ কোপা আমেরিকার ফাইনালে। কলম্বিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে টানা চতুর্থ শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা।
আর এই ট্রফি জয়ের ম্যাচ দিয়েই ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ডি মারিয়া। বিদায়ী ম্যাচের পর জানালেন তার স্বস্তির কথা। জানালেন, ট্রফি জয়ের পাশাপাশি মুদ্রার উল্টো পিঠ দেখার কথাও।
আজ সোমবার ১১৭তম মিনিটে ডি মারিয়া মাঠ ছেড়ে যান। তখন অবশ্য এক গোল দিয়ে জয়ের নাগাল হাতেই রেখেছিল আর্জেন্টাইনরা। ম্যাচ শেষে নিজের ক্যারিয়ারের আন্তর্জাতিক ম্যাচ নিয়ে কথা বলছেন ডি মারিয়া।
নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডি মারিয়া বলেছেন, ‘এটি (ভাগ্যে) লেখা ছিল। ঠিক এমনই। আমি এটিরই স্বপ্ন দেখেছি। এভাবেই অবসর নেওয়ার স্বপ্ন দেখেছি। আমার এখন অনেকগুলো সুন্দর অনুভূতি আছে। আমি এই প্রজন্মের কাছে চির কৃতজ্ঞ যারা এসব অর্জন সম্ভব করেছে, যেগুলো আমি খুব করে চেয়েছিলাম।’
আর্জেন্টাইন তারকা আরও বলেন, ‘এমনভাবে শেষ করার চেয়ে ভালো আর কী হতে পারে? ফাইনালে ওঠা এবং সেগুলো জেতা সহজ নয়। আমি জানি, কারণ মুদ্রার উল্টো পিঠের জীবনটাও আমি দেখেছি। এখন এটি হচ্ছে। কোনো এক পর্যায়ে এটি হওয়ারই ছিল।”