বিয়ের পিঁড়িতে জাদেজা
এবারের আইপিএলে গুজরাট লায়ন্সের হয়ে খেলছেন রবীন্দ্র জাদেজা। দলটির প্রথম দুই ম্যাচের সাফল্যে অনেকখানি অবদান ছিল ভারতীয় দলের অন্যতম এই নির্ভরযোগ্য ক্রিকেটারের। কিন্তু তৃতীয় ম্যাচের আগেই তাঁকে রাজকোটে ফিরে যেতে হয়েছে।
গতকাল শনিবার জাদেজাকে ছাড়াই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় পেয়েছে গুজরাট। টানা তিন ম্যাচ জিতে দলটি এখন পয়েন্ট টেবিলের শীর্ষে।
এর চেয়েও বড় আনন্দ এখন গুজরাট শিবিরে। দলটির অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বিয়ের পিঁড়িতে বসছেন। আজ রোববারই তিনি গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী রিভা সোলাঙ্কির সঙ্গে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গুজরাটের অন্যতম বড় শহর রাজকোটে এরই মধ্যে জাদেজার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে।
আইপিএলের ফাঁকে বিয়েটা হচ্ছে বলে গতকাল শনিবারের ম্যাচটি তিনি খেলতে পারেননি, আর ২১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও যে মাঠে নামতে পারছেন না তা অনেকটাই নিশ্চিত।
জাদেজার স্ত্রী রিভা একজন প্রকৌশলী। প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মকমিশনের পরীক্ষার জন্য। রিভার বাবা রাজকোট শহরের খ্যাতিমান ব্যবসায়ী। হোটেল ব্যবসার পাশাপাশি রাজকোট জেলায় দুটি বেসরকারি স্কুলও পরিচালনা করেন তিনি। রিভার মা চাকরি করেন রেল বিভাগে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এই ভারতীয় অলরাউন্ডারের।