দেপোর্তিভোর মাঠে মেসিদের অগ্নিপরীক্ষা
হঠাৎ করেই বার্সেলোনা পড়েছে ভয়াবহ দুরবস্থার মধ্যে। আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে। লা লিগার শিরোপা জয়ের লড়াইয়েও তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে আতলেতিকো। এই মাসের শুরুতে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকলেও টানা তিনটি ম্যাচ হেরে শিরোপা জয়ের কাজটা যথেষ্ট কঠিন করে তুলেছে বার্সেলোনা। এমন কোণঠাসা অবস্থা নিয়েই বুধবার দেপোর্তিভো লা করুনার মাঠে খেলতে যাচ্ছেন মেসি-নেইমাররা। শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে হলে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতেই হবে কাতালানদের।
টানা ৩৯টি ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ার পর যে বার্সেলোনা এমন দুরবস্থার মধ্যে পড়বে, তা হয়তো কেউই ভাবতে পারেননি। এ মাসের শুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারের পরই পথ হারিয়েছিল বার্সা। তার পর টানা দুই সপ্তাহে তারা হেরেছে রিয়াল সোসিয়েদাদ ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে। আজ দেপোর্তিভোর বিপক্ষে জয়ের ধারায় ফিরতে না পারলে হাতছাড়া হয়ে যেতে পারে লা লিগার শিরোপা। তবে হঠাৎ করে বিপর্যয়ের মুখে পড়লেও হাল ছাড়তে রাজি নন বার্সেলোনার কোচ লুইস এনরিকে। শেষ পর্যন্ত লা লিগা শিরোপাটা যে বার্সেলোনার ঘরেই উঠবে, এ ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী তিনি। দেপোর্তিভোর বিপক্ষে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এনরিকে বলেছেন, ‘আমি নিশ্চিত যে, আমরাই লিগ শিরোপা জিতব। আমার এমন বিশ্বাস না থাকলে আমি এখানে বসে থাকতাম না। আমি দেপোর্তিভোর বিপক্ষে জিততে চাই আর বর্তমান পরিস্থিতিটা বদলাতে চাই। বার্সেলোনার সেই সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই, যাঁরা আমাদের পেছনে আছেন আর বর্তমান অবস্থাটা কিছুতেই ব্যাখ্যা করতে পারছেন না।’
তবে বার্সেলোনার কাজটা কিন্তু মোটেও সহজ হবে না। প্রতিপক্ষ দেপোর্তিভো পয়েন্ট তালিকার নিচের দিকে থাকলেও এবারের মৌসুমে কিন্তু বার্সা তাদের বিপক্ষে জিততে পারেনি। নিজেদের মাঠে প্রথম লেগের ম্যাচটা ড্র করেছিল ২-২ গোলে। লা লিগার গত মৌসুমেও ন্যু ক্যাম্পে দেপোর্তিভোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছিল কাতালানরা। এবারও যদি সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তাহলে বেশ বিপাকেই পড়ে যাবেন মেসি-নেইমার-সুয়ারেজরা।
টানা তিনটি ম্যাচ হারলেও লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান অবশ্য এখনো আছে বার্সেলোনার দখলে। ৩৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৭৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের ঘরেও জমা হয়েছে ৭৬ পয়েন্ট। আর মাত্র এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। লিগের বাকি পাঁচটি ম্যাচের মধ্যে একটিতেও হোঁচট খেলে শিরোপা হাতছাড়া হয়ে যেতে পারে বার্সেলোনার।