৭ বছর পর জানা গেল নেইমারের বার্সা ছাড়ার কারণ
সময়টা ২০১৭, স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে এই প্রতিভাবান ফুটবলারকে দলে ভিড়িয়েছিল পিএসজি। তার বার্সা ছাড়া নিয়েও কম আলোচনা হয়নি। অবশেষে ৭ বছর পর নেইমারের বার্সা ছাড়ার আসল কারণ জানালেন তার বাবা।
বর্তমানে সৌদি ক্লাব আল হিলালের জার্সিতে খেলছেন নেইমার। যদিও চোটের কারণে সেভাবে মাঠে নামার সুযোগই পাচ্ছেন না তিনি। ৩২ বছর বয়সী এই ফুটবলারের বার্সা ছাড়া প্রসঙ্গে কথা বলেছেন তার বাবা। জানিয়েছেন, বার্সায় মেসির জায়গা না নিতেই নাকি ক্লাব ছেড়েছিলেন নেইমার।
সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে নেইমারের বাবা বলেন,‘ মেসির কারণে বার্সা ছাড়লেও উদ্দেশ্য ছিল ভিন্ন। বড় তারকা হতে বার্সা ছাড়েননি। পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত ছিল নেইমারের। সে ক্লাব বদলাতে চেয়েছিল। ওই সময় বার্সায় আমরা খুব জটিল পরিস্থিতিতে ছিলাম। আমরা জানতাম না ক্লাব ম্যানেজমেন্ট কী ভাবছে। মনে হচ্ছিল, ক্লাব নেইমারকে মেসির জায়গায় চাচ্ছে। কিন্তু সে সেটা চায়নি। সে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং অন্য কোথাও চলে যেতে চেয়েছিল।’
নেইমারের বাবা আরও যোগ করেন, ‘আমি চেয়েছিলাম ছেলে বার্সাতেই থাকুক। শেষ পর্যন্ত আটকাতে চেয়েছিলাম। কিন্তু সে ছেড়ে গিয়েছিল। সে মেসির জায়গা নিতে চায়নি এবং বার্সার বড় তারকা হতে চায়নি। বার্সায় যোগ দেয়া ছিল পুরোপুরি তার সিদ্ধান্ত। আমার হাতে বার্সা ও মাদ্রিদ- দুই দলেরই প্রস্তাব ছিল। মাদ্রিদের প্রস্তাব তিন গুণ বেশি ছিল। কিন্তু সে মেসি-সুয়ারেজদের সঙ্গে খেলতে চেয়েছিল। তার স্বপ্ন ছিল বার্সার জার্সিতে খেলা।’
উল্লেখ্য, নেইমার সান্তোস থেকে বার্সায় এসেছিলেন ২০১৩ সালে। কাতালানদের দলে নাম লিখিয়ে হয়ে ওঠেন অপরিহার্য সদস্য। মেসি-সুয়ারেজকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ফুটবল ইতিহাসের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ। বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১০৫টি গোল করেন নেইমার।