ইনজুরির আশঙ্কায় রোনালদো
মৌসুমজুড়েই দুর্দান্ত খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছে রোনালদোর নাম। পর্তুগিজ এই তারকার দুর্দান্ত নৈপুণ্যে ভর করেই দুই প্রতিযোগিতার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে রিয়াল মাদ্রিদ। কিন্তু মৌসুমের শেষ পর্যায়ে এসে রোনালদো ইনজুরির কবলে পড়লেন কি না, তা নিয়ে জেগেছে শঙ্কা। বুধবার ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচের শেষ পর্যায়ে চোট নিয়ে মাঠ ছেড়েছেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।
লা লিগার এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব ম্যাচই খেলেছেন রোনালদো। ৩৪টি ম্যাচ খেলে করেছেন ৩১ গোল। বুধবার ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচে রোনালদো গোল না পেলেও রিয়াল মাদ্রিদ পেয়েছে ৩-০ গোলের সহজ জয়। তবে রোনালদোর ইনজুরি আশঙ্কায় সেই আনন্দ কিছুটা হলেও ম্লান হয়ে গেছে। মৌসুমের শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে যে রোনালদোকে খুব করেই দরকার রিয়াল মাদ্রিদের।
ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পাওয়ায় পুরো ৯০ মিনিট খেলতে পারেননি রোনালদো। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে মাঠ ছেড়েছেন ব্যথা নিয়ে। তবে রোনালদোর এই ইনজুরি গুরুতর কিছু নয় বলেই মনে করছেন রিয়ালের কোচ জিনেদিন জিদান। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এ মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। আমার বিশ্বাস, এটা গুরুতর কিছু নয়। আগামীকাল আমরা দেখব আসলেই তার কী অবস্থা। রোনালদোকে মাঠ ছাড়তে দেখে কিছুটা দুশ্চিন্তাতেই পড়েছিলাম। কিন্তু এখন আমি অনেকটাই নির্ভার।’
লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে রিয়ালের সব ম্যাচেই মাঠে নেমেছিলেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচ বাদে সবকটিতেই তিনি খেলেছেন পুরো ৯০ মিনিট। এভাবে একটানা না খেলে মাঝেমধ্যে যে বিশ্রাম নেওয়া উচিত, সেটা স্বীকারও করে নিয়েছেন রিয়ালের কোচ জিদান। কিন্তু রোনালদো সব সময়ই খেলে যেতে চান। ফলে কোচ হিসেবে জিদানের কাজটাও খুব সহজ হচ্ছে না। ফ্রান্সের কিংবদন্তি এই ফুটবলার বলেছেন, ‘মাঝেমধ্যে তাঁর বিশ্রামও নেওয়া উচিত। কিছু সময় বদলি হিসেবে মাঠ ছাড়া বা একটা ম্যাচে না খেলাটাও জরুরি। এতে সে কিছুটা বিশ্রাম নিতে পারে। কিন্তু রোনালদো সব ম্যাচেই খেলতে চায় আর নিজের সর্বোচ্চটা দিতে চায়। ফলে কিছু সময় আমার কাজটাও বেশ কঠিন হয়ে ওঠে।’
রোনালদো সত্যিই ইনজুরির কবলে পড়লে কিছুটা ঝামেলাতেই পড়তে হবে রিয়ালকে। কারণ, আগামী সপ্তাহে তাদের খেলতে হবে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ। শনিবার লা লিগার ম্যাচে খেলতে হবে রায়ো ভায়েকানোর বিপক্ষে। আর মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।