ভক্তদের প্রতি রোনালদোর অভয়বাণী
বুধবার রাতে রিয়াল মাদ্রিদ-ভিয়ারিয়াল ম্যাচের শেষ দিকের খেলা চলছিল তখন। হঠাৎ দেখা গেল, খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যা দেখে আশঙ্কায় বুক কেঁপে উঠেছিল রিয়াল-সমর্থকদের। লা লিগার শেষ পর্যায়ে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারালে শঙ্কা তো হওয়ারই কথা। তবে ভক্তদের সব সংশয়-দুশ্চিন্তা দূর করে দিয়েছেন রোনালদো নিজেই। জানিয়েছে, তিনি ঠিক আছেন।
এবারের মৌসুমে একদমই বিশ্রাম পাচ্ছেন না রোনালদো। লা লিগায় রিয়ালের ৩৪টি ম্যাচই শুরু থেকে খেলেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগের ১০টি ম্যাচেও ছিলেন প্রথম একাদশে। শুধু রোমার বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে ৮৯ মিনিটে বদলি হওয়া ছাড়া বাকি সব ম্যাচে মাঠেই থাকতে হয়েছে তিনবারের ফিফা বর্ষসেরাকে।
দলের সবচেয়ে বড় তারকার এমন কঠোর পরিশ্রম নিয়ে জিনেদিন জিদানও চিন্তিত। রোনালদোর ‘ব্যস্ততা’ নিয়ে রিয়ালের কোচের উপলব্ধি, ‘অন্তত একবার হলেও তাকে বদলি হিসেবে মাঠের বাইরে নিয়ে আসা দরকার। তাহলে সে কিছুটা হলেও বিশ্রাম পাবে। কিন্তু সে এমন একজন খেলোয়াড়, যে সব সময় খেলতে চায়। আর মাঠে উজাড়ও করে দেয় নিজেকে। মাঝেমধ্যে এটা আমাকে কঠিন পরিস্থিতির সামনে দাঁড় করায়।’
তেমন কঠিন পরিস্থিতি এসেছিল ভিয়ারিয়ালের বিপক্ষে। রোনালদো চোটে পড়ার আগেই তিনজন খেলোয়াড় বদল করার ‘কোটা’ শেষ করে ফেলেছিলেন জিদান। তাই পায়ের পেশিতে টান পড়ে রোনালদো বেরিয়ে যাওয়ার পর ১০ জন নিয়ে খেলতে হয়েছিল রিয়ালকে। অবশ্য সেই সময় ৩-০ গোলে এগিয়ে থাকায় জয় নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়নি স্পেনের সফলতম দলকে।
তবে সেদিন না পড়লেও সামনের চারটি ম্যাচের কথা ভেবে শঙ্কা হতেই পারে রিয়াল-ভক্তদের। সেই দুশ্চিন্তাগ্রস্ত সমর্থকদের আশ্বস্ত করেছেন রোনালদো। একটা সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে পর্তুগিজ তারকার অভয়বাণী, ‘সবকিছু ঠিকঠাক আছে। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’