প্রীতি ফুটবল ম্যাচ অমীমাংসিত
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনসংলগ্ন সিনথেটিক টার্ফে লাল দল ও সবুজ দল ৪-৪ গোলে ড্র করেছে।
সাবেক তারকা ফুটবলাররা অংশ নেন এই ম্যাচে। লাল দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। তাঁর অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেন আশরাফউদ্দিন আহমেদ চুন্নু।
লাল দলের চার গোলদাতা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার সম্রাট হোসেন এমিলি, জুনিয়র মুন্না, মিলন ও জালাল।
সবুজ দলের পক্ষে দুই গোল করেন সাবেক তারকা মিডফিল্ডার নুরুল হক মানিক। একটি গোল অধিনায়ক এবং বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার সালাম মুর্শেদীর। অন্য গোলটি হিরুর।