ছুটির দিনেও অনুশীলনে মেসি
গত মৌসুমের মতো এবারও তিনটি বড় শিরোপা জয়ের হাতছানি ছিল বার্সেলোনার সামনে। তবে এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগের লড়াই থেকে ছিটকে গেছে কাতালানরা। আর এখন মৌসুমের বাকি দুটি শিরোপা জয়ের আপ্রাণ চেষ্টাই করছে বার্সা। স্প্যানিশ লিগ ও কোপা দেল রের শিরোপা যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, সে জন্য সর্বোচ্চ প্রস্তুতিই নিতে চাইছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এ জন্য ছুটির দিনেও অনুশীলনে হাজির হয়ে গিয়েছিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
লা লিগার ৩৬ ম্যাচ শেষে বার্সেলোনা ও আতলেতিকোর পয়েন্ট সংখ্যা সমান—৮৫। মাত্র এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগের শিরোপা জয়ের জন্য মৌসুমের বাকি দুটি ম্যাচ জিততে হবে বার্সেলোনাকে। একটি ম্যাচে ড্র বা হারের স্বাদ পেলেও হাতছাড়া হয়ে যেতে পারে শিরোপা। শীর্ষে চলে যেতে পারে আতলেতিকো বা রিয়াল মাদ্রিদ। এর আগেও একবার মৌসুমের শেষ পর্যায়ে এসে শিরোপা হাতছাড়া করার ইতিহাস আছে বলেই হয়তো বাড়তি সতর্ক দলের প্রধান তারকা মেসি। নিজেকে শানিয়ে নেওয়ার জন্য তাই ছুটির দিনেও অনুশীলনে নেমে গেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।
লা লিগার বাকি দুটি ম্যাচে বার্সাকে খেলতে হবে এসপানিওল ও গ্রানাডার বিপক্ষে। নিচের সারির দল গ্রানাডাকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা না থাকলেও নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে সতর্কই থাকতে হচ্ছে বার্সেলোনাকে। এবারের মতো ২০০৬-০৭ মৌসুমেও লিগের ৩৭তম ম্যাচে এসপানিওলের বিপক্ষে হোঁচট খেয়ে শিরোপা হাতছাড়া করতে হয়েছিল বার্সাকে। শিরোপা উঠেছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঘরে। ২০০৭ সালের সেই ম্যাচে এসপানিওলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল বার্সা। এবারও সে ধরনের ঘটনার মুখোমুখি কিছুতেই হতে চাইবে না গতবারের শিরোপাজয়ীরা।
আগামী রোববার নিজেদের মাঠে এসপানিওলের মুখোমুখি হবে বার্সেলোনা। এ বছরের শুরুতে লা লিগার প্রথম লেগের ম্যাচে এসপানিওলের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছিল কাতালানরা।