অলিম্পিকের বাছাই পর্ব থেকে বাংলাদেশের বিদায়
আরো একটি বড় হার বাংলাদেশের। ব্যবধানও ঠিক একই। রোববার এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পয়নশিপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা ৪-০ গোলে হেরেছে উজবেকিস্তানের কাছে।
আসরটি মূলত ২০১৬ অলিম্পিকের প্রাক-বাছাই পর্বের। ‘ই’ গ্রুপের এই টুর্নামেন্টে টানা দুই ম্যাচে হেরে বাংলাদেশের বিদায় একরকম নিশ্চিত হয়ে গেছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশ শুরুতেই গোল খেয়ে বসে। চার মিনিটে উজবেকিস্তান এগিয়ে যায় বক্সের ঠিক সামনে থেকে মাশারিপভ জালাল উদ্দিনের চমৎকার ফ্রি কিকে।
নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে উজবেকিস্তান সারদভ রাখমানোভের গোলে। মাশারিপভের অসাধারণ একটি ফ্রি কিক থেকে রাখমানোভ হেডে জালে পাঠান বল।
উজবেকিস্তানের বাকি দুটি গোল আসে প্রথমার্ধেই। ৩০ মিনিটে মাশারিপভ ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোল করেন। আর বিরতির পাঁচ মিনিট আগে মাখসালিয়েভ করেন চতুর্থ গোল।
বাংলাদেশ এর আগে প্রথম ম্যাচেও চার গোলে হেরেছিল সিরিয়ার কাছে। দুই ম্যাচে তারা আট গোল খেয়েছে। মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে স্বাগতিকরা।
দিনের অন্য ম্যাচে সিরিয়া ৪-০ গোলে ভারতকে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। পরের ম্যাচে উজবেকিস্তানের ড্র করলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। দুই ম্যাচ থেকে আট গোল করা সিরিয়া গোল ব্যবধানে এগিয়ে আছে উজবেকিস্তানের চেয়ে।
সমানসংখ্যক ম্যাচ থেকে উজবেকিস্তান করেছে ছয় গোল। তারা আগের ম্যাচে ভারতকে দুই গোলে হারিয়েছিল।