রিয়ালেই থাকতে চান রোনালদো
ইউরোপিয়ান ফুটবলের প্রায় প্রতিটি মৌসুম শেষেই শোনা যায় গুঞ্জনটা। এ সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো নাকি রিয়াল মাদ্রিদ ছেড়ে পাড়ি জমাবেন অন্য কোথাও। এবারের মৌসুমেও শোনা যাচ্ছিল রোনালদোর রিয়াল ছাড়ার খবর। তবে এবার এই আলাপগুলো খুব বেশি বাড়তে দেননি পর্তুগিজ এই তারকা। স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, রিয়াল মাদ্রিদ ছাড়ছেন না তিনি।
২০১৩ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন রোনালদো। সেই চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত রিয়ালেই থাকার কথা তাঁর। কিন্তু এবারের মৌসুমের শেষ পর্যায়ে এসে শোনা যাচ্ছিল, রোনালদো নাকি পাড়ি জমাতে পারেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে। তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছিল ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটিও। কিন্তু রিয়াল ছেড়ে অন্য কোথাও যাওয়ার ইচ্ছা যে নেই, তা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন রোনালদো। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্যারিস সেইন্ট জার্মেইন ও ম্যানচেস্টার সিটি আমাকে দলে ভেড়ানোর কথা ভুলে যেতে পারে। আমি রিয়াল মাদ্রিদেই অবসর নেব। এখানে আমার অনেক ভালো ও খারাপ মুহূর্ত কেটেছে। চার বছর আগে আমি খুব বেশি খুশি ছিলাম না। কিন্তু রিয়ালের চেয়ে ভালো কোনো জায়গা নেই।’
রিয়াল মাদ্রিদের প্রতি রোনালদোর এই অঙ্গীকারের পেছনে কোচ জিনেদিন জিদানের একটা বড় ভূমিকা আছে বলে ধারণা করছেন অনেকে। গত জানুয়ারিতে রিয়ালের কোচের দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই শিষ্যদের মন জিতে নিয়েছেন এই ফরাসি কিংবদন্তি। রোনালদো নিজেও স্বীকার করেছেন জিদানের প্রতি তাঁর মুগ্ধতার কথা, ‘আমি তাঁর সঙ্গে নিজেকে মেলাতে পারি। আর আমি তাঁর জন্য আরো অনেক বছর খেলে যেতে চাই। কোচ হিসেবে তাঁর হয়তো খুব বেশি অভিজ্ঞতা নেই, কিন্তু তিনি সত্যিই খুব দারুণ করছেন।’
গত মৌসুমের মতো এবারও অবশ্য এখন পর্যন্ত কোনো সাফল্যের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। লা লিগা ও কোপা দেল রে শিরোপা জিতেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তবে জিদান-রোনালদোরা এই আক্ষেপ ঘুচিয়ে দিতে পারেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে। আগামী শনিবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে হবে রিয়ালকে।