মায়ামি ওপেনের শেষ আটে ভেনাস-সেরেনা
মায়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন দুই বোন ভেনাস ও সেরেনা উইলিয়ামস। চতুর্থ রাউন্ডে সেরেনা ৬-২, ৬-৩ গেমে রাশিয়ার সোয়েৎলানা কুজনেৎসোভা এবং ভেনাস ৬-৩, ৭-৬ গেমে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়েছেন।
গত দুই বছর মায়ামি ওপেনের শিরোপা জিতেছিলেন সেরেনা। তাই আর তিন ম্যাচ জিতলে মায়ামিতে শিরোপার হ্যাটট্রিকের আনন্দে মেতে উঠবেন তিনি। সোমবার রাতে এই প্রতিযোগিতায় টানা ১৮তম ম্যাচ জিতলেন মহিলা টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সেরেনা।
সেরেনার বড় বোন ভেনাসেরও সময়টা ভালো যাচ্ছে। ১৩টি গ্র্যান্ড স্লামজয়ী ভেনাস সর্বশেষ আট ম্যাচের সাতটিতেই জয় পেলেন। চোট কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার ইঙ্গিত তাঁর র্যাকেটে।
কোয়ার্টার ফাইনালে সেরেনার প্রতিপক্ষ জার্মানির সাবিনা লিসিচকি। ভেনাস খেলবেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোর বিপক্ষে।