শেষ ম্যাচে ড্র করল বাংলাদেশ
প্রথম দুই ম্যাচ হেরে মূল পর্বে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছে। ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল তাই আনুষ্ঠানিকতার। মঙ্গলবার এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের এই ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এর ফলে তুলনামূলক বেশি গোল খাওয়ায় 'ই' গ্রুপ থেকে চতুর্থ হয়েছে স্বাগতিকরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশ দল অবশ্য পুরো ম্যাচে দারুণ আধিপত্য দেখিয়েছে। গোল করার মতো কয়েকটি সুযোগও পেয়েছিল কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় কাজে লাগাতে পারেনি একটিও।
বিশেষ করে ম্যাচের ৭০ মিনিটে মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের গোলমুখে চমৎকার একটি ক্রসে স্ট্রাইকার সজীব পা ছোঁয়ালেই গোল হতো। কিন্তু তিনি ব্যর্থ হন, তাই ম্যাচে পাওয়া সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট হয়।
এমনি করে দারুণ কয়েকটি সুযোগ নষ্ট করায়, শেষ পর্যন্ত জয় ঘরে তুলতে পারেনি বাংলাদেশ।
২০১৬ অলিম্পিকের বাছাই প্রাক বাছাই পর্বের এই প্রতিযোগিতায় তিন ম্যাচে ভারত খেয়েছে ছয়টি গোল, আর বাংলাদেশ আটটি। তাই গ্রুপে ভারত তৃতীয় এবং বাংলাদেশ চতুর্থ হয়েছে।
এর আগে দিনের প্রথম ম্যাচে সিরিয়া ২-১ গোলে উজবেকিস্তান কে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মূল পর্বে ওঠে। তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে পরের পর্বে জায়গা করে নেয় তারা।
সিরিয়ার জয়ের নায়ক ওমর খারবিন। দুটি গোলই করেন তিনি। ২৮ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে দলকে গোলের সূচনা এনে দেন খারবিন। আর বিরতির আগে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন।
৫৭ মিনিটে আবোজবেগ মাকসতালিভের গোলে উজেবকিস্তান ব্যবধান কিছুটা কমালেও দলের হার এড়াতে পারেনি। তাই গ্রুপে রানার্সআপ হয় তারা।