আবারো মেসিকে ছাড়া আর্জেন্টিনার জয়
দলের সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই আরো একটি জয় পেয়েছে আর্জেন্টিনা। প্রীতি ম্যাচে ইকুয়েডরকে হারিয়েছে ২-১ গোলে। আর্জেন্টিনার পক্ষে গোল করেছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো ও প্যারিস সেইন্ট জার্মেইনের মিডফিল্ডার হাভিয়ের পাস্তরে।
তিনদিন আগেই সালভাদরকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেও মাঠে নামতে পারেননি মেসি। ইকুয়েডরের বিপক্ষেও শেষ পর্যন্ত দেখা যায়নি চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে। তবে তাঁর অনুপস্থিতিতেও জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি আকাশি-সাদাদের। আট মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেছিলেন অ্যাগুয়েরো। ২৪ মিনিটে এই গোল শোধ করে খেলায় সমতা ফিরিয়েছিলেন ইকুয়েডরের স্ট্রাইকার মিলার বোলানোস। ৫৮ মিনিটে আর্জেন্টিনার পক্ষে জয়সূচক গোলটি করেছেন পাস্তরে।
এ নিয়ে ইকুয়েডরের বিপক্ষে ৩২ বারের মতো মুখোমুখি হয়ে ১৮টিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডর জিতেছে চারটি ম্যাচে। ড্র হয়েছে ১০টি।