সেরেনার ৭০০তম জয়ের আনন্দ
সেরেনা উইলিয়ামসের বর্ণিল ক্যারিয়ারের মুকুটে যোগ হলো আরেকটি পালক। মায়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে জার্মানির সাবিনা লিসিচকিকে ৭-৬, ১-৬, ৬-৩ গেমে হারিয়ে টেনিস-জীবনের ৭০০তম জয় পেয়েছেন এই মার্কিন তারকা।
মহিলা টেনিসে ৭০০তম জয় পাওয়া অষ্টম খেলোয়াড় সেরেনা। এক হাজার ৪৪২টি জয় নিয়ে এ তালিকায় সবার ওপরে আছেন মার্কিন কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা।
গত জানুয়ারিতে ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্লাম হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করা সেরেনা এমন কীর্তিতে উচ্ছ্বসিত, ‘৭০০তম জয় যে পেয়েছি, তা খেলা শেষ হওয়ার পরও জানতাম না। আমি শুধু নিজের সামর্থ্য অনুযায়ী সেরাটা দিতে চাই। ইতিবাচক থেকে যত বেশি সম্ভব জিততে চাই।’
সেমিফাইনালে সেরেনার প্রতিপক্ষ রোমানিয়ার সিমোনা হালেপ। অন্য কোয়ার্টার ফাইনালে হালেপ ৬-১, ৭-৫ গেমে যুক্তরাষ্ট্রের স্লোন স্টিভেন্সকে হারিয়েছেন।
প্রতিযোগিতার পুরুষ এককের সেমিফাইনালে মুখোমুখি হবেন ব্রিটেনের অ্যান্ডি মারে ও চেক প্রজাতন্ত্রের তমাস ব্যারদিখ। শেষ আটের লড়াইয়ে মারে ৩-৬, ৬-৪, ৬-১ গেমে অস্ট্রিয়ার ডমিনিক থিম এবং ব্যারদিখ ৬-৩, ৬-৪ গেমে আর্জেন্টিনার হুয়ান মোনাকোকে হারিয়েছেন।