আয়ের হিসাবে শারাপোভাকে ছাড়িয়ে সেরেনা
ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে গার্বিনে মুগুরুজার কাছে হেরে যাওয়ার দুদিন পরই একটা সুখবর পেয়েছেন সেরেনা উইলিয়ামস। বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, সেরেনাই এখন সবচেয়ে বেশি উপার্জন করা নারী ক্রীড়াবিদ। গত ১১ বছর ধরে এই তালিকায় সবার ওপরে ছিলেন আরেক টেনিস তারকা মারিয়া শারাপোভা।
ফোর্বসের অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১২ মাসে দুই কোটি ৮৯ লাখ ডলার আয় করেছেন সেরেনা। এই সময়ে শারাপোভার আয় ছিল দুই কোটি ১৯ লাখ ডলার। আগের বছরের চেয়ে প্রায় ৮০ লাখ ডলার কম আয় করেছেন রুশ টেনিস-সুন্দরী। সেটাই অবশ্য স্বাভাবিক। ড্রাগ পরীক্ষায় ব্যর্থ হয়ে গত মার্চ থেকে সাময়িকভাবে নিষিদ্ধ আছেন তিনি।
স্পন্সরশিপ, এনডোর্সমেন্ট মিলে আয়ের হিসাবে এত দিন শারাপোভার চেয়ে পিছিয়ে ছিলেন সেরেনা। তবে নারীদের টেনিসে শুধু প্রাইজমানির হিসাব ধরলে উইলিয়ামস পরিবারের ছোট মেয়ের ধারে-কাছেও কেউ নেই। প্রাইজমানি থেকে এ পর্যন্ত সেরেনার আয় প্রায় সাত কোটি ৭৬ লাখ ডলার। তিন কোটি ৬৮ লাখ ডলার নিয়ে দ্বিতীয় স্থানে আছেন শারাপোভা। সেরেনার বড় বোন ভেনাসের অবস্থান তৃতীয়। তিনি প্রাইজমানি থেকে আয় করেছেন তিন কোটি ৩০ লাখ ডলার।
শুধু আয় নয়, সেরেনা এখন ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়ও। মেয়েদের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম বিজয়ীর তালিকায় মার্কিন তারকা আপাতত তৃতীয় স্থানে। ২৪টি গ্র্যান্ড স্লাম জিতে তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট। জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফের শিরোপা ২২টি। আর সেরেনা গ্র্যান্ড স্লাম জিতেছেন ২১বার। ফ্রেঞ্চ ওপেনে পারেননি, তবে ২৭ জুন থেকে শুরু হতে যাওয়া উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়ে গ্রাফের পাশে দাঁড়ানোর দারুণ সুযোগ তাঁর সামনে। টেনিসের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টে সেরেনার সাফল্যও দুর্দান্ত। গত বছরসহ মোট ছয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি।