উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন নাদাল
কয়েক বছর ধরেই চোটের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন রাফায়েল নাদাল। কিছুদিন আগে ফ্রেঞ্চ ওপেনের মাঝপথ থেকে সরে দাঁড়িয়েছিলেন কব্জির চোটের কারণে। ওই চোটের কারণে এবারের উইম্বলডনেও খেলতে পারবেন না স্প্যানিশ তারকা। আগামী ২৭ জুন থেকে শুরু হবে টেনিসের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট উইম্বলডন।
প্রতিযোগিতার ২০০৮ ও ২০১০ সালের চ্যাম্পিয়ন নাদাল দুঃসংবাদটা দিয়েছেন নিজের ফেসবুক পেজে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার ডাক্তারদের সঙ্গে কথা বলে আর সর্বশেষ ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে বুঝতে পেরেছি যে আমি এ বছরের উইম্বলডনে অংশ নিতে পারব না। বুঝতেই পারছেন এটা আমার জন্য অনেক কঠিন সিদ্ধান্ত। রোলাঁ গারোতে (ফ্রেঞ্চ ওপেন) যে চোট পেয়েছি তা থেকে সেরে উঠতে সময় লাগবে।’
রেকর্ড নয়টি ফ্রেঞ্চ ওপেনসহ ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী নাদাল এখন তাকিয়ে রিও অলিম্পিকের দিকে। আগামী আগস্টে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য পেতে মরিয়া ‘রাফা’। তবে কোর্টে ফেরা নিয়ে কোনোরকম তাড়াহুড়া করতে রাজি নন তাঁর চাচা ও দীর্ঘদিনের কোচ টনি নাদাল, ‘আমরা অলিম্পিকে তার অংশগ্রহণকে ঝুঁকির মুখে ফেলতে চাই না। ডাক্তাররা তার সুস্থতা নিয়ে সন্তুষ্ট হলেই রাফা ফিরবে। শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত সে খেলবে না।’
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে পুরুষ এককের স্বর্ণ জিতলেও চার বছর পর লন্ডনে হাঁটুর চোটের কারণে নাদাল অংশ নিতে পারেননি। এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর স্পেনের পতাকা বহন করার কথা।