আবারও ফাইনালে মুখোমুখি জোকোভিচ-মারে
মিয়ামি ওপেনে তৃতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। সেমিফাইনালে দুজনই পেয়েছেন সহজ জয়। জোকোভিচ ৭-৬(৩), ৬-২ গেমে হারিয়েছেন আমেরিকার জন ইসনারকে। মারে ৬-৪, ৬-৪ গেমের জয় পেয়েছেন টমাস ব্যারদিখের বিপক্ষে।
মিয়ামি ওপেনের আগের দুটি মুখোমুখি লড়াইয়ে একটি করে জয় পেয়েছেন জোকোভিচ ও মারে। তবে এবারের ফাইনালে জোকোভিচ নিশ্চয়ই চাইবেন অস্ট্রেলিয়ান ওপেনের পুনরাবৃত্তি করতে। বছরের প্রথম গ্রান্ড স্ল্যামের ফাইনালে মারেকে ৭-৬ (৭-৫), ৬-৭ (৪-৭), ৬-৩, ৬-০ গেমে হারিয়ে শিরোপা জিতেছিলেন জোকোভিচ। ২০১২ সালের মিয়ামি ওপেনেও ফাইনালে মারেকে হারিয়েছিলেন এই সার্বিয়ান তারকা।
মারে মিয়ামি ওপেনের শিরোপা জিতেছেন দুইবার। আর জোকোভিচ জিতেছেন চারবার। সবচেয়ে বেশি ছয়বার এই প্রতিযোগিতার শিরোপা উঠেছে আন্দ্রে আগাসির হাতে।