মায়ামিতে সেরেনার অষ্টম সাফল্য
খেলার স্থায়িত্ব ছিল মাত্র ৫৬ মিনিট। ফলাফল ৬-২, ৬-০। এ থেকেই বোঝা যায়, মায়ামি ওপেনে মহিলা এককের ফাইনাল কতটা একপেশে ছিল। শনিবার রাতের এই ফাইনালে স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে দাঁড়াতেই দেননি সেরেনা উইলিয়ামস। মায়ামিতে এটা সেরেনার টানা তৃতীয় ও সব মিলিয়ে অষ্টম শিরোপা।
টেনিসের উন্মুক্ত যুগে মায়ামি ওপেনে এর আগে তিনজন নারী খেলোয়াড় আটবার চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনজনই কিংবদন্তি—মার্টিনা নাভ্রাতিলোভা, ক্রিস এভার্ট ও স্টেফি গ্রাফ। এই তিনজনের পাশে দাঁড়াতে পেরে টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর সেরেনা অভিভূত, ‘এখানে অষ্টম শিরোপা জেতার আনন্দই আলাদা। অষ্টমবারের মতো যে শিরোপা জিতব, তা ভাবতেই পারিনি। বিশেষ করে সপ্তাহের শুরুতে।’
মায়ামি ওপেন শুরু হওয়ার ঠিক আগে ইন্ডিয়ান ওয়েলসের একটি টুর্নামেন্টে সেমিফাইনালে উঠলেও হাঁটুর চোটের কারণে সরে দাঁড়াতে বাধ্য হন ১৯টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সেরেনা। মায়ামিতেও তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত সব সংশয় দূর করে আবার সাফল্য পাওয়ায় তিনি দারুণ আনন্দিত, ‘এই অনুভূতি একেবারে অপার্থিব। এখানে আবার সাফল্য পেয়ে আমি খুব খুশি।’