মেক্সিকোকে গোলবন্যায় ভাসিয়ে সেমিফাইনালে চিলি
গ্রুপ পর্বে দারুণ নৈপুণ্য দেখিয়েই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল মেক্সিকো। শেষ আটের লড়াইয়ে পা রেখেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। কিন্তু চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যেন খুঁজেই পাওয়া গেল না দারুণ ফর্মে থাকা মেক্সিকোকে। ৭-০ গোলের বিশাল ব্যবধানের হার নিয়েই কোপা আমেরিকা শেষ করতে হলো রাফায়েল মার্কুয়েজদের। বড় কোনো প্রতিযোগিতায় এটাই মেক্সিকোর সবচেয়ে বড় ব্যবধানের হার। এর আগে ১৯৭৮ সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে তারা হেরেছিল ৬-০ গোলে।
১৬ মিনিটের মাথায় চিলির গোল উৎসবের শুরুটা করেছিলেন এডসন পুচ। ৮৭ মিনিটে দলের সপ্তম গোলটিও করেছেন চিলির এই স্ট্রাইকার। মাঝে একাই চারটি গোল করছেন এদুয়ার্দো ভার্গাস। একটি গোল এসেছে দলের তারকা ফরোয়ার্ড আলেক্সিস সানচেজের পা থেকে।
৪৪ মিনিটে সানচেজের পাস থেকে বল পেয়ে নিজের প্রথম গোলটি করেছিলেন ভার্গাস। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে আরো ভুগিয়েছেন এই চিলিয়ান ফরোয়ার্ড। ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটিও তিনি করেছেন সানচেজের সহায়তায়। এর আগে ৪৯ মিনিটে সানচেজ নিজেও একবার বল জড়িয়েছেন মেক্সিকোর জালে। ৫৭ মিনিটে আরেকটি গোল করে ভার্গাস পূর্ণ করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। ৭৪ মিনিটে তিনি গড়েন এক ম্যাচে চার গোল করার বিরল কীর্তি।
আরো কয়েকটি গোল করার সুযোগও এসেছিল চিলির সামনে। কিন্তু কয়েকবার সেসব গোল প্রচেষ্টা দারুণ দক্ষতায় রুখে দিয়েছেন মেক্সিকোর গোলরক্ষক গুইলের্মো ওচোয়া।
কোয়ার্টার ফাইনালে দাপুটে এই জয় দিয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের পথেও এক ধাপ এগিয়ে গেছে গতবারের শিরোপাজয়ী চিলি। সেমিফাইনালে তাদের খেলতে হবে কলম্বিয়ার বিপক্ষে।