ঢাকায় বেলজিয়ান কোচ সেইন্টফিট
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের পদটি এখন খালি। চুক্তি করা না হলেও খেলা থাকলে ডাচ্ কোচ লোডভিক ডি ক্রুইফকে উড়িয়ে আনা হয়। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বেশ কিছুদিন ধরেই একজন স্থায়ী কোচে পেতে চাইছে।
শেষ পর্যন্ত একজন নতুন কোচের খোঁজ পেয়েছে বাফুফে, বেলিজিয়ান কোচ টম সেইন্টফিট। ৪৩ বছর বয়সী এই কোচ এখন ঢাকায়। বৃহস্পতিবার ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা দেখেতে চলে যান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
খেলা শেষে সংবাদ সংবাদ মাধ্যমকে সেইন্টফিট বলেন, ‘আমি এখনো বাংলাদেশ দলের কোচ হইনি। কারো সঙ্গে আমার কোনো কথাও হয়নি। আমি এখানে এসেছি কিছু ম্যাচ দেখতে। এরপর আমি বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ও সভাপতির সঙ্গে কথা বলব। এরপর হয়তো আমার ভাগ্য নির্ধারণ হতে পারে।’
টম সেইন্টফিটের আগে নামিবিয়া (২০০৮-১০), ইথিওপিয়া (২০১১), জিম্বাবুয়ের (২০১০) কোচ হিসেবে কাজ করেন। কাতার অনূর্ধ্ব-১৭ দল তাঁর অধীনে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠে। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নাইজেরিয়ার কোচ হওয়ার দৌড়েও ছিলেন তিনি। এবার তিনি বাংলাদেশের কোচ হবেন কি না- সেটাই এখন দেখার।