প্রিমিয়ার লিগে মোহামেডানের জয়যাত্রা অব্যাহত
দুই দিন আগে ফেডারেশন কাপে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হেরেছিল মোহামেডান। তবে, প্রিমিয়ার লিগ শুরু হতেই চেনা রূপে সাদাকালোরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম রাউন্ডের ম্যাচে আজ শুক্রবার (১০ জানুয়ারি) রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান। সাত ম্যাচে সাত জয়ে শীর্ষস্থান মজবুত করল মতিঝিলের ক্লাবটি।
প্রথমার্ধে খেলাটা ছিল সমানে সমান। মোহামেডান যেমন আক্রমণ করেছে, রহমতগঞ্জও পিছিয়ে ছিল না। তবে গোলের সুযোগ তৈরি করেছে মোহামেডানই বেশি। ম্যাচের ৪৫ মিনিটে লিড পায় তারা। দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড রাজু আহমেদ।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা মোহামেডান দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে মাঠে নামে। ৬৪ মিনিটে দলের ব্যবধান ২-০ করেন সোলাইমান দিয়াবাতে। ৬৮ মিনিটে মোহামেডানের পক্ষে তৃতীয় ও শেষ গোলটি করেন ইমানুয়েল সানডে।
পিছিয়ে থাকা রহমতগঞ্জ ম্যাচে ফিরতে বেশ কয়েকটি আক্রমণ সাজায়। ৮৫ মিনিটে একটি গোল শোধ করে তারা। রহমতগঞ্জ ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং দলের পক্ষে একমাত্র গোলটি করেন। এতে ব্যবধান কমে হয় ৩-১। শেষ পর্যন্ত এটিই হয়ে রয় মোহামেডানের বিজয়ী স্কোরলাইন।