মেসির পথ ধরে অবসরের ধুম?
আরেকটি ফাইনালে হেরে আর্জেন্টিনা এখন শোকের সাগরে নিমজ্জিত। দুঃখভারাক্রান্ত আর্জেন্টাইনদের শোকের মাত্রা বাড়িয়ে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তবে শুধু বিশ্বসেরা ফুটবলার নন, দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আঘাত দিতে পারে একাধিক দুঃসংবাদ। মেসির পর কয়েকজন তারকা খেলোয়াড় বিদায় জানাতে পারেন জাতীয় দলকে।
বিশেষ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর মেসিকে অনুসরণের চিন্তাভাবনা করছেন সার্জিও আগুয়েরো। বিশ্বসেরা ফুটবলারের ঘনিষ্ঠ বন্ধু আগুয়েরো আর্জেন্টিনার ক্রীড়াদৈনিক ওলেকে বলেছেন, ‘সম্ভাবনার বিচারে শুধু মেসিই হয়তো জাতীয় দল ছাড়তে যাচ্ছে না। আমার মতো বেশ কয়েকজনও আর না খেলার কথাই ভাবছে।’ তবে অবসর নিতে ইচ্ছুক কোনো সতীর্থর নাম বলেননি আগুয়েরো।
টাইব্রেকারে আর্জেন্টিনার পক্ষে প্রথম শট নেওয়া মেসি ব্যর্থ হলেও আগুয়েরো গোল করেছেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। মেসির সঙ্গে ২০০৮ অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন আগুয়েরো। কিন্তু বিশ্বকাপ আর কোপা আমেরিকায় দুই বন্ধুকে বারবার সইতে হয়েছে হতাশা আর যন্ত্রণা।
আগুয়েরোর ধারণা, খাদের কিনারে পৌঁছে গিয়েই তাঁদের মনে উঁকি দিচ্ছে অবসরের ভাবনা, ‘আমরা কেউই এ নিয়ে চিন্তা করতে চাই না। কিন্তু এমন সব হতাশাজনক ঘটনা ঘটতে থাকলে যে কারো মনে অবসরের ভাবনা আসবেই। আসলে এই হতাশা থেকে বেরিয়ে আসা খুব কঠিন।’