বিশাল জয়ে শুরু মোহামেডানের
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ বড় জয় দিয়ে শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে চট্টগ্রাম আবাহনীকে।
শেষ পর্যন্ত বিশাল জয় পেলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি মোহামেডান। ৫৯ মিনিটে সাদা-কালো শিবিরকে এগিয়ে দেন গিনির ফরোয়ার্ড ইসমাইল বানগুরা।
সাত মিনিট পর মোহামেডানের ব্যবধান দ্বিগুণ করা গোলটি আসে আরেক ফরোয়ার্ড তৌহিদুল আলমের পা থেকে।
৬৯ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন মিডফিল্ডার মাশুক মিয়া জনি। ৮৬ মিনিটে বানগুরার দ্বিতীয় গোলে ব্যবধান হয়ে যায় ৪-০।
ইনজুরি সময়ে ঐতিহ্যবাহী দলটির শেষ গোলদাতা অরূপ বৈদ্য।