ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন উইম্বলডনে বিধ্বস্ত
মাত্র কয়েক দিন আগে ফ্রেঞ্চ ওপেন জিতে টেনিসবিশ্বে হৈচৈ ফেলে দিয়েছিলেন গার্বিনে মুগুরুজা। অথচ পরের গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেই তিনি ভূপাতিত! উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে ইয়ানা চেপেলোভার বিপক্ষে মুগুরুজা দাঁড়াতেই পারেননি। বিশ্বের ১২৪ নম্বর খেলোয়াড় চেপেলোভা জিতেছেন সহজেই—৬-৩, ৬-২ গেমে।
গত বছর সেরেনা উইলিয়ামসের কাছে হেরে উইম্বলডনে রানারআপ হয়েছিলেন মুগুরুজা। জুনের শুরুতে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সেই সেরেনাকেই হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। এবারের উইম্বলডনে তাই তাঁকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল স্পেনের মানুষের।
কিন্তু স্বদেশবাসীর প্রত্যাশা পূরণে মুগুরুজা ব্যর্থ। সে জন্য হতাশ হলেও তারকাখ্যাতি ভালোই উপভোগ করেছেন তিনি, ‘আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে গ্র্যান্ড স্লাম জিতে এখানে আসার কারণে আমার সামনে কঠিন একটা টুর্নামেন্ট অপেক্ষা করছে। সবাই আমার দিকে তাকিয়েছিল। আমি অবশ্য সেটা উপভোগই করেছি।’
এবারের উইম্বলডনে ব্যর্থ হলেও অভিজ্ঞতাটা কাজে লাগাতে দৃঢ়প্রতিজ্ঞ মুগুরুজা, ‘দুর্দান্ত সাফল্যের পর প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামে খেলতে এসেছিলাম। নিজের মতো করে প্রতি ম্যাচের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। চেষ্টা করেছি প্র্যাকটিসের প্রতিটি মুহূর্ত মনোযোগী থাকতে। কোনো দিন সবকিছু আমার পক্ষে আসবে, কোনো দিন হয়তো আসবে না। আশা করি, আমার ধারাবাহিকতার আরো উন্নতি হবে আর সব টুর্নামেন্টেই আমি ভালো খেলতে পারব।’