প্রথমবারের মতো হকির শিরোপা মেরিনার্সের
প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার হকি লিগের শিরোপা জিতেছে ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে তারা ৩-২ গোলে ঊষা ক্রীড়া চক্রকে হারিয়ে শিরোপার উল্লাস করে।
এই ম্যাচ এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হতে পারত মেরিনার্স। কিন্তু তারা ম্যাচটি জিতেই শিরোপা ঘরে তোলে।
ম্যাচটি জিতে ১৬ খেলায় ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ শেষ করল মেরিনার্স। অবশ্য এর আগে ২০০৬ ও ২০১০ সালে দুবার রানার্স-আপ হয়েছিল তারা। কিন্তু অধরা শিরোপা এবারই পেল তারা।
ম্যাচে অবশ্য শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ে মেরিনার্স। ১৩ মিনিটে হাসান জোবায়ের নিলয় এবং ১৫ মিনটে পুষ্কর খিসা মিমো পরপর দুই গোল করে ঊষার জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন।
যদিও এরপরই ম্যাচের চিত্র পাল্টে যায়। ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় মেরিনার্স। ম্যাচের ২৬ মিনিটে ওয়াকাস শরিফের গোলে ব্যবধান কিছুটা কমায় মেরিনার্স (১-২)।
দ্বিতীয়ার্ধে আরো উজ্জীবিত হয়ে ওঠে ঊষা। ৫০ মিনিটে আরশাদ হোসেন এবং ৬৯ মিনিটে ইশতিয়াক আহমেদ মেরিনার্সকে উল্লাসে মাতিয়ে তোলেন।