কষ্টের জয়ে শুরু শেখ রাসেলের
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
ম্যাচে অবশ্য শুরুতেই এগিয়ে যায় ব্রাদার্স। ১৬ মিনিটে কাউসার আহমেদ করেন গোলটি।
বেশ কিছুক্ষণ এই ব্যবধান ধরেও রেখেছিল তারা। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে আর পারেনি গোপীবাগের দলটি।
৮০ মিনিটে জাহিদ হাসান এমিলির গোলে খেলার সমতা আনে শেখ রাসেল। দুই মিনিট পর সাবেক চ্যাম্পিয়নরা ব্যবধান দ্বিগুণ করে ফেলে ক্যামেরুনের ফরোয়ার্ড পলের করা গোলে।
এর আগে প্রথম ম্যাচে ব্রাদার্স গোলশূন্য ড্র করেছিল টিম বিজেএমসির সঙ্গে। দারুণ লড়াই করেও নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে হেরেছে তারা।