‘ফিফা ব্যালন ডি’অর জেতা উচিত রোনালদোর’
ফুটবলারদের সবচেয়ে মর্যাদার পুরস্কার ফিফা ব্যালন ডি’অর। সারা বিশ্বের ক্রীড়া সাংবাদিক, ফুটবল কোচ ও অধিনায়কদের ভোটের মাধ্যমে এই পুরস্কার ঘোষণা করে ফিফা। এ বছরের এখনো প্রায় অর্ধেক বাকি। তবে এখনই ক্রিস্টিয়ানো রোনালদো পুরস্কার জয়ে অনেক এগিয়ে গেছেন প্রতিদ্বন্দ্বীদের চেয়ে। ফ্রান্সের মিডফিল্ডার পল পগবা তো মনে করেন, ফিফা ব্যালন ডি’অর রোনালদোর হাতেই ওঠা উচিত।
তার কারণও আছে অবশ্য। রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ১৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন পর্তুগিজ তারকা। ক্লাবের হয়ে তাঁর সাফল্য নতুন কিছু নয়। নতুন হলো পর্তুগালের জার্সিতে শিরোপা জয়। সদ্য সমাপ্ত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে জাতীয় দলের পক্ষে প্রথম সাফল্যের আনন্দে ভেসেছেন রোনালদো।
সব সময়ের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি তো আছেনই। সেরা ফুটবলারের লড়াইয়ে রোনালদোকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন ইউরোর সর্বোচ্চ গোলদাতা আন্তইন গ্রিজম্যানও। তবে গ্রিজম্যানের স্বদেশি হলেও পগবার ভোট যাচ্ছে রোনালদোর পক্ষে। ইএসপিএনকে তিনি বলেছেন, ‘ফিফা বর্ষসেরা ফুটবলারের দৌড়ে যথারীতি মেসি আর রোনালদো আছে। আমি দুজনকেই পছন্দ করি। গ্রিজম্যানও একটা অবিশ্বাস্য বছর কাটাচ্ছে। তবে আমার মতে, রোনালদোরই পুরস্কারটা জেতা উচিত। কারণ সে চ্যাম্পিয়নস লিগ আর ইউরো ২০১৬ জিতেছে।’
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আর ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল একসময় আলাদাভাবে বছরের সেরা ফুটবলার নির্বাচন করত। ফ্রান্স ফুটবলের পুরস্কারটার নাম ছিল ব্যালন ডি’অর। ২০১০ সালে একীভূত হয়ে যার নাম হয়েছে ফিফা ব্যালন ডি’অর। সব মিলিয়ে মেসি পাঁচ আর রোনালদো তিনবার জিতেছেন ফিফা বর্ষসেরা পুরস্কার।