বিশ্বকাপের বাছাইপর্বে কঠিন গ্রুপে বাংলাদেশ
২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাইপর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। এশিয়ার বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী থাকছে অস্ট্রেলিয়া, জর্ডান, তাজিকিস্তান ও কিরগিজস্তান। মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ড্র অনুষ্ঠিত হয়।
৪০ দল আট গ্রুপে ভাগ হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেবে। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং সেরা চার রানার্সআপ দল খেলবে বিশ্বকাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে।
তৃতীয় রাউন্ডে ওঠা এই ১২টি দল একই সাথে খেলবে এশিয়ান কাপের মূল পর্বেও।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্ব একই সাথে হচ্ছে। গত জানুয়ারিতে এশিয়ার র্যাংকিংয়ে সৌভাগ্যক্রমে ৩৪তম অবস্থানে থাকায় বিশ্বকাপের বাছাইয়ের প্রথম পর্ব খেলতে হয়নি বাংলাদেশকে।
এই পাঁচটি দল প্রতিটি দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। ১১ জুন বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে কিরগিজস্তানের বিপক্ষে। চারদিন বাদে ১৬ জুন বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের মুখোমুখি হবে।
৩ সেপ্টেম্বর বাংলাদেশের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং ৮ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে মামুনুল-এমিলিরা।
১৩ অক্টোবর বাংলাদেশ আবার মুখোমুখি হবে কিরগিজস্তানের। বাছাইপর্বে এটি বাংলাদেশের পঞ্চম ম্যাচ। এরপর ১২ নভেম্বর তাজিকিস্তান, ১৭ নভেম্বর অস্ট্রেলিয়া এবং আগামী বছর ২৪ মার্চ জর্ডানের বিপক্ষে যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।