‘ইব্রা’কে ছাড়াই বার্সার সামনে পিএসজি
গত দুবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজি। একবার তাদের প্রতিপক্ষ ছিল বার্সেলোনা, অন্যবার চেলসি। এবার ‘রাউন্ড অব সিক্সটিন’ বা শেষ ষোল দলের লড়াই থেকে চেলসিকে বিদায় করে একটা ‘প্রতিশোধ’ নিয়েছে পিএসজি। কোয়ার্টার ফাইনালে আরেকটি ‘প্রতিশোধে’র হাতছানি ফরাসি চ্যাম্পিয়নদের সামনে। কারণ শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বার্সা। বুধবার রাতে প্রথম লেগে মেসি-নেইমারদের স্বাগত জানানোর আগে একটা অস্বস্তি অবশ্য খোঁচা দিচ্ছে পিএসজিকে। নিষেধাজ্ঞার কারণে ঘরের মাঠের ম্যাচটিতে খেলতে পারবেন না দলের সবচেয়ে বড় তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।
এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও দেখা হয়েছিল বার্সা-পিএসজির। যে লড়াইয়ে নিজেদের মাঠে ৩-২ গোলে পাওয়া জয় কোয়ার্টার ফাইনালে পিএসজির খেলোয়াড়দের অনুপ্রাণিত করবেই। অবশ্য ইব্রাহিমোভিচের অনুপস্থিতির ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিনই হবে তাদের জন্য। চেলসির বিপক্ষে শেষ ষোলো দলের লড়াইয়ের ফিরতি লেগে লাল কার্ড দেখায় নিষেধাজ্ঞার শাস্তি পেতে হয়েছে সুইডেনের এই তারকা ফরোয়ার্ডকে। তবে সেই ম্যাচে ৩১ মিনিটের সময় ‘ইব্রা’ বেরিয়ে গেলেও ২-২ গোলে ড্র করে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে যায় পিএসজি। প্যারিসে প্রথম লেগ শেষ হয়েছিল ১-১ গোলে।
লন্ডন ম্যাচের লড়াকু মনোভাব পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার ম্যাক্সওয়েলকে উজ্জীবিত করে তুলেছে, ‘চেলসির মাঠে তাদেরকে হারানো খুবই কঠিন। আমাদের যে সেটা করার সামর্থ্য আছে তা আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে আবার তা করতে পারব না কেন?’
ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের সেমিফাইনালে পিএসজি সর্বশেষ খেলেছিল দুই দশক আগে, ১৯৯৪-৯৫ মৌসুমে। সেবার তারা কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকেই হারিয়েছিল। এই তথ্যও প্যারিসের দলটিকে অনুপ্রাণিত করতে পারে।