আরো শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় রোনালদোর
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোট পেয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠের বাইরে চলে যেতে দেখে আঁতকে উঠেছিল তাঁর ভক্তরা। আসন্ন মৌসুমের কথা ভেবে রিয়াল মাদ্রিদও কম দুশ্চিন্তায় পড়েনি। তবে সবাইকে আশ্বস্ত করেছেন রোনালদো নিজেই। জানিয়েছেন, চোট কাটিয়ে আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরবেন তিনি।
ফ্রান্সের বিপক্ষে ইউরোর ফাইনালে দিমিত্রি পায়েতের মারাত্মক ট্যাকলে পায়ে ব্যথা পেয়ে শুরুতে একবার মাঠ ছেড়েছিলেন রোনালদো। কিছুক্ষণ শুশ্রূষার পর ফিরলেও ২৫ মিনিটের সময় আর পারেননি। স্ট্রেচারে শুয়ে কাঁদতে কাঁদতে মাঠের বাইরে চলে গিয়েছিলেন পর্তুগালের অধিনায়ক।
তখন হয়তো পর্তুগালের সবচেয়ে বড় ভক্তও শিরোপাজয়ের স্বপ্ন দেখতে সাহস পাননি। কিন্তু গোলশূন্য ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের খেলা পাল্টে দিয়েছে সব হিসাবনিকাশ। ১০৯ মিনিটে এদারের জোরালো শট জয়সূচক গোল এনে দিয়েছে পর্তুগিজদের। স্বদেশের জার্সিতে প্রথম ট্রফি তুলে ধরার আনন্দে কেঁদেছেন রোনালদো।
পর্তুগালের শিরোপা উল্লাস থিতিয়ে আসার পর রিয়াল তারকার চোটের অবস্থা নিয়ে এখন প্রবল আগ্রহ ফুটবল দুনিয়ায়। পায়েতের ট্যাকলে বাঁ হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে রোনালদোর। চোট থেকে সেরে উঠে কবে নাগাদ মাঠে ফিরবেন, তা এখনো অজানা। যদিও স্পেনের ক্রীড়াদৈনিক মার্কা জানিয়েছে, ১৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া লা লিগায় রিয়ালের তৃতীয় ম্যাচের আগে রোনালদোর ফেরার সম্ভাবনা নেই।
রিয়ালের আক্রমণভাগের প্রধান সেনাপতি অবশ্য নিজের ফেরার দিনক্ষণ পরিষ্কার করে কিছু জানাননি। এক ভিডিওবার্তায় রোনালদো শুধু বলেছেন, ‘আমার সব ভক্তকে ধন্যবাদ জানাতে চাই। তাঁদের বলতে চাই যে সবকিছু ঠিকঠাক আছে। আমি আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরব। সবাইকে আবারও ধন্যবাদ। পর্তুগাল দীর্ঘজীবী হোক।’
যেভাবেই হোক, রোনালদোর মাঠে ফেরার অপেক্ষায় দিন গুনছেন তাঁর ভক্তরা।