এবার কারভাহালের কামড়-কাণ্ড!
এতদিন ফুটবল মাঠে কামড়ের প্রসঙ্গ উঠলেই সবার মনে ভেসে উঠত লুইজ সুয়ারেজের চেহারা। গত বিশ্বকাপে ইতালির জর্জো কিয়েল্লিনির ঘাড়ে কামড় দিয়ে নিজের ক্যারিয়ারকেই হুমকির মুখে ফেলে দিয়েছিলেন উরুগুয়ের এই স্ট্রাইকার। সুয়ারেজের ‘ভূত’ রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার দানি কারভাহালের ওপরে ভর করেছে কি না, সেই প্রশ্ন যে কারো মনে উঠতেই পারে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মারিও মানজুকিচকে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে আতলেতিকোর মাঠে পেনাল্টি বক্সের মধ্যে বল দখলের সময় কারভাহাল কনুই দিয়ে জোরে আঘাত করেন মানজুকিচের পেটে। ঘটনাটা রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় কারভাহাল যেমন শাস্তি পাননি, তেমনি নিশ্চিত পেনাল্টি থেকেও বঞ্চিত হয় আতলেতিকো।
পরে স্পেনের একটি টিভি চ্যানেলে প্রচারিত একটি প্রতিবেদনে দেখা যায়, মানজুকিচের হাতে ছোট্ট দাগের চিহ্ন। তাতেই অনেকের সন্দেহ, কারভাহাল দাঁত বসিয়েছেন সেখানে। তবে মানজুকিচকে কামড় দেওয়ার কথা অস্বীকার করেছেন কারভাহাল। ম্যাচ শেষ হওয়ার পর টুইটারে তিনি লিখেছেন, ‘ম্যাচ শেষে দেখলাম আমার বিরুদ্ধে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কামড় দেওয়ার অভিযোগ আনা হয়েছে। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি কখনো কাউকে কামড়াইনি, কামড়ানোর চেষ্টাও করিনি।’
এই ম্যাচে ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মানজুকিচকে আরো একবার মারাত্মক ফাউলের শিকার হতে হয়েছে। রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোসের কনুইয়ের আঘাতে রক্তাক্ত হয়েছে তাঁর নাক। ম্যাচটা শেষ হয়েছে গোলশূন্যভাবে।