সেমিফাইনালে মুখোমুখি নাদাল-জোকোভিচ
মন্টে কার্লো মাস্টার্সের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন রজার ফেদেরার। তবে সেমিফাইনালে জমজমাট এক লড়াইয়ের আশা করতেই পারেন টেনিসপ্রেমীরা। ফাইনালে যাওয়ার লড়াইয়ে একে অপরের মুখোমুখি হবেন এ সময়ের সেরা দুই তারকা নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল।
কোয়ার্টার ফাইনালে ইউএস ওপেনজয়ী মারিন চিলিককে সহজেই হারিয়েছেন র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা জোকোভিচ। ৬৫ মিনিটের লড়াই শেষে তিনি জয় পেয়েছেন ৬-০, ৬-৩ গেমে। অপর কোয়ার্টার ফাইনালে অবশ্য জয়ের জন্য বেশ ভালোই ঘাম ঝড়াতে হয়েছে নাদালকে। স্বদেশি ডেভিড ফেরারের বিপক্ষে ৬-৪, ৫-৭, ৬-২ গেমের জয় পাওয়ার জন্য তাঁকে লড়তে হয়েছে প্রায় পৌনে তিন ঘণ্টা।
২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা আটবার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছেন নাদাল। ২০০৯ ও ২০১২ সালের ফাইনালে জোকোভিচকে হারিয়েই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন এই স্প্যানিশ তারকা। ২০১৩ সালে নাদালকে হারিয়েই প্রথমবারের মতো এই আসরের শিরোপা জিতেছিলেন জোকোভিচ।
মন্টে কার্লো মাস্টার্সের অপর সেমিফাইনালে মুখোমুখি হবেন থমাস ব্যারদিখ ও গায়েল মনফিলস।