মন্টে কার্লোতেও জোকোভিচের সাফল্য
একের পর এক শিরোপা জিতেই চলেছেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন, ইন্ডিয়ান ওয়েলস আর মায়ামি মাস্টার্সের পর মন্টে কার্লো মাস্টার্সের শিরোপাও উঠল টেনিস সার্কিটে ‘জোকার’ নামে পরিচিত সার্বিয়ান তারকার হাতে। রোববার রাতে ফাইনালে চেক প্রজাতন্ত্রের থমাস ব্যারদিখকে ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছেন টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়। প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে বছরের প্রথম তিনটি মাস্টার্সের শিরোপা জয়ের অনন্য কীর্তিও এখন জোকোভিচের অধিকারে।
মন্টে কার্লো মাস্টার্স হয় ক্লে কোর্টে। ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা আটবার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন ‘ক্লে কোর্টের রাজা’ রাফায়েল নাদাল। এবার অবশ্য সেই নাদালই সেমিফাইনালে পরাস্ত হন জোকোভিচের কাছে। ২০১৩ সালে নাদালকে হারিয়েই মন্টে কার্লোতে প্রথম শিরোপা জিতেছিলেন। দ্বিতীয়বার সাফল্য পেয়ে জোকোভিচ দারুণ খুশি, ‘আমি মনপ্রাণ দিয়ে লড়াই করে ম্যাচটা জিতেছি। যদিও আমার মনে হয় না আমি যেভাবে খেলতে চাই, গত সপ্তাহটা যেভাবে খেলেছি ফাইনালে সেভাবে খেলতে পেরেছি। সেজন্য তমাসের কৃতিত্ব প্রাপ্য। সে খুব আক্রমণাত্মক খেলেছে।’
মন্টে কার্লোর সাফল্য ক্লে কোর্টের একমাত্র গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেনে জোকোভিচকে অনুপ্রাণিত করবেই। আগামী ২৪ মে থেকে শুরু হতে যাওয়া বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনের শিরোপা এখনো জোকোভিচের অধরা।