বায়ার্নের অগ্নিপরীক্ষা, বার্সেলোনা নির্ভার
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ পাঁচ আসরের তিনটিতেই ফাইনালে খেলেছে বায়ার্ন মিউনিখ। একবার শিরোপাও জিতেছে। তবে জার্মানির সেরা ক্লাবের সামনে এবার কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ার আশঙ্কা। পোর্তোর মাঠে প্রথম লেগ ৩-১ গোলে হেরে যাওয়ায় ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে কঠিন পরীক্ষার সামনে বায়ার্ন। মঙ্গলবার রাতে ফিরতি লেগ বড় ব্যবধানে জিততে না পারলে এবারের মতো চ্যাম্পিয়নস লিগ থেকে ছুটি হয়ে যাবে প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়নদের।
বায়ার্নের ঠিক বিপরীত অবস্থা বার্সেলোনার। শেষ আটের প্রথম লেগ প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মাঠে ৩-১ গোলে জয় পাওয়ায় সেমিফাইনালের পথ অনেকখানি প্রশস্ত বার্সার। ঘরের মাঠে ফিরতি লেগ এক গোলের ব্যবধানে হেরে গেলেও সমস্যা নেই মেসি-নেইমার-সুয়ারেজদের। দারুণ ছন্দে থাকা বার্সা তাই দারুণ নিশ্চিন্ত, নির্ভার।
জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগার হ্যাটট্রিক শিরোপা মোটামুটি নিশ্চিত বায়ার্ন মিউনিখের। ভল্ফসবুর্গের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে শীর্ষে মজবুত অবস্থানে তারা। কিন্তু চ্যাম্পিয়নস লিগের ‘অগ্নিপরীক্ষা’য় পাস করতে পারবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তায় বায়ার্নের কোচ পেপ গার্দিওলা, ‘লোকে বুঝতেই পারবে না আমরা কতটা কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছি। মঙ্গলবার আমাদের জন্য চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। সন্দেহ নেই ম্যাচটা ভীষণ কঠিন হবে।’
ঘরের মাঠ আলিয়াঞ্জ আরেনায় বায়ার্নের জন্য দুঃসংবাদ, চোটের কারণে খেলতে পারবেন না ডাচ তারকা ফরোয়ার্ড আরিয়েন রোবেন। একই কারণে নেই অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা এবং স্প্যানিশ মিডফিল্ডার হাভি মার্তিনেজও। গোড়ালির চোট কাটিয়ে আরেক তারকা ফরোয়ার্ড ফ্রান্সের ফ্রাঙ্ক রিবেরি মাঠে নামতে পারবেন কিনা, তা নিয়েও সংশয়ে বায়ার্ন। অবশ্য চোট থেকে সেরে উঠে খেলতে পারেন অধিনায়ক ফিলিপ লাম। মাঝমাঠের অন্যতম ভরসা বাস্টিয়ান শোয়াইনস্টাইগারও গোড়ালির চোট থেকে সেরে ওঠার পথে।
গত শনিবার স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারালেও সেদিন রক্ষণভাগের দুর্বলতা ভালোই ভুগিয়েছিল বার্সাকে। সব ভুল-ত্রুটি শুধরে, নিজেদের আরো শাণিত করে পিএসজির বিপক্ষে মাঠে নামার প্রস্তুতিতে ব্যস্ত স্পেনের অন্যতম সফল ক্লাব।
নিষেধাজ্ঞার কারণে প্রথম লেগে খেলতে পারেননি জ্লাতান ইব্রাহিমোভিচ। মঙ্গলবার সুইডেনের এই তারকা স্ট্রাইকারের প্রত্যাবর্তন পিএসজিকে উজ্জীবিত করবেই। তবে থিয়াগো মোত্তা, দাভিদ লুইজ আর দাভিদ সিলভার মতো তিন নির্ভরযোগ্য ফুটবলারকে নিয়ে সংশয়ে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। তিনজনেরই ফিটনেসে সমস্যা।