অলিম্পিকে শুরুটা ভালো হলো না সিদ্দিকুরের
অন্য ক্রীড়াবিদদের চরম ব্যর্থতায় গলফার সিদ্দিকুর রহমানকে নিয়েই কিছুটা আশাবাদী ছিল সবাই। হয়তো তাঁর হাত ধরেই সাফল্যের শুরুটা হতে পারত। রিও অলিম্পিকে সেই সিদ্দিকুরই শুরু করেছেন ব্যর্থতা দিয়ে।
প্রথম রাউন্ড শেষে যৌথভাবে ৫৬তম স্থানে আছেন সিদ্দিকুর। এ রাউন্ডে পারের চেয়ে চার শট বেশি খেলেছেন তিনি।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম নয় হোলে কিছুটা ভালো খেলেছিলেন বাংলাদেশি এই গলফার। কিন্তু শেষ দিকে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। তাই ব্যর্থতা দিয়েই আসর শুরু করতে হয়েছে তাঁকে।
প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন সিদ্দিকুর। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকাও বহন করেছেন তিনি।
দেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুর এ পর্যন্ত দুটি এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছেন। অলিম্পিকের বাকি তিন রাউন্ডে তিনি কেমন করেন, সেটাই এখন দেখার বিষয়।
র্যাংকিংয়ের সেরা ৬০ গলফার সরাসরি অংশ নেওয়ার সুযোগ পান অলিম্পিকে। আন্তর্জাতিক গলফ ফেডারেশনের প্রকাশিত র্যাংকিংয়ে সিদ্দিকুরের স্থান ৫৬তম। তাই সরাসরি রিওতে যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। অবশ্য এত দিন শুধু ‘ওয়াইল্ড কার্ড’ নিয়েই অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বাংলাদেশিরা।