মাদ্রিদ-ডার্বি জিতে শেষ চারে রিয়াল
অবশেষে মাদ্রিদ-ডার্বিতে বিজয়ীর নাম রিয়াল মাদ্রিদ! গতবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে ৪-১ গোলে হারালেও এ মৌসুমে একবারও নগর-প্রতিদ্বন্দ্বীকে হারাতে পারেনি রিয়াল। সাতটি মুখোমুখি লড়াইয়ে চারটিতেই জিতেছিল আতলেতিকো। বাকি তিনটি ড্র হয়েছিল। শেষ পর্যন্ত আতলেতিকো-‘জুজু’ কাটিয়ে জয় পেয়েছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ ১-০ গোলে জিতে শেষ চারে উঠে গেছে স্পেনের সফলতম ক্লাব। গত সপ্তাহে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল।
সেমিফাইনালে উঠেছে জুভেন্টাসও। বুধবার রাতের অন্য ম্যাচে মোনাকোর মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরলেও প্রথম লেগে ১-০ গোলের জয় শেষ চারে পৌঁছে দিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নদের।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতলেতিকোর মুখোমুখি হওয়ার আগে চোট আক্রান্ত দল নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। করিম বেনজেমা, গ্যারেথ বেল আর লুকা মদ্রিচের অনুপস্থিতিতে দল গড়াই মুশকিল হয়ে পড়েছিল তাঁর জন্য। তবে বেনজেমার জায়গায় সুযোগ পাওয়া হাভিয়ের হার্নান্দেজই রিয়ালের জয়ের নায়ক। ৮৮ মিনিটে এই মেক্সিকান স্ট্রাইকারের গোলই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।
চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১০ বারের শিরোপাজয়ীরা অবশ্য অনেক আগেই গোল পেতে পারত। কিন্তু আতলেতিকোর স্লোভেনিয়ান গোলরক্ষক ইয়ান ওবলাক বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন স্বাগতিকদের সামনে।
৩২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্রিকিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেওয়া ওবলাক বিরতির ঠিক আগে আরেকবার বাঁচিয়ে দেন দলকে। সেবারও দুর্ভাগা খেলোয়াড়ের নাম রোনালদো। বক্সের ভেতর থেকে নেওয়া ফিফা বর্ষসেরা ফুটবলারের জোরালো শট পা দিয়ে ঠেকিয়ে দেন ওবলাক।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল পেতে মরিয়া হয়ে ওঠে রিয়াল। কিন্তু ইসকোর পাস থেকে হার্নান্দেজের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আবার হতাশ হতে হয় স্পেনের সফলতম ক্লাবকে।
৭৬ মিনিটে বিশাল ধাক্কা খায় আতলেতিকো। তুর্কি প্লেমেকার আর্দা তুরান দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা।
সুযোগটা কাজে লাগাতে ভুল হয়নি রিয়ালের। আনচেলত্তির শিষ্যদের একমাত্র গোলটি দারুণ পরিকল্পিত আক্রমণের ফসল। হামেস রদ্রিগেজের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সের ভেতর ঢুকে রোনালদো পাস দেন হার্নান্দেজকে। তা থেকেই মহামূল্যবান গোলটি করেন ‘চিচারিতো’ নামে পরিচিত এই স্ট্রাইকার।