অস্ট্রেলিয়ায় বাংলাদেশের আরেকটি হার
মুশফিকুর রহিম দেশের মানুষকে আশ্বাস দিলে কী হবে, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পারফরম্যান্সে এখনও আশ্বস্ত হওয়া যাচ্ছে না! দ্বিতীয় অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে হারের ব্যবধান ৬ উইকেট।
গত মঙ্গলবার একই মাঠে অস্ট্রেলিয়া একাদশের কাছে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
অস্ট্রেলীয়দের জন্য সুখবর, ইনজুরি কাটিয়ে এই ম্যাচে খেলেছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে আগের দিনের মতো এই ম্যাচেও অধিনায়কত্বের ভার ছিল অ্যাশটন টার্নারের কাঁধে।
অন্যদিকে, বাংলাদেশ মাঠে নেমেছিল নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়া। চোটের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া তামিম ইকবাল খেলেননি বৃহস্পতিবারও। মাশরাফির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান।
টস জিতে ব্যাট করতে নেমে ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় বাংলাদেশ। দুই ওপেনার এনামুল হক (২) ও সৌম্য সরকার (১৫) ব্যর্থ। মুমিনুল হক (১৩), সাকিব (২) আর মুশফিকও (৮) সুবিধা করতে পারেননি।
ষষ্ঠ উইকেটে ৬৪ রানের জুটি গড়ে দলকে স্বস্তি এনে দেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান। ৬২ বলে ৩৬ রানের ধৈর্যশীল ইনিংস এসেছে মাহমুদউল্লাহর ব্যাট থেকে। ৩০ বলে ৩৩ রান করা সাব্বির সে তুলনায় অনেক আক্রমণাত্মক ছিলেন।
তবে ব্যাট হাতে সবাইকে ছাড়িয়ে গেছেন নাসির হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট-ওয়ানডে দুই সিরিজেই উপেক্ষিত এই ডানহাতি ব্যাটসম্যান ৫৬ বলে সাতটি চারসহ ৫২ রান করেছেন। তবু পুরো ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ, ৪৩.১ ওভারে অলআউট হয়ে গেছে ১৯৩ রানে।
জবাবে ৪১.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া একাদশ। আগের ম্যাচে ৭৮ রান করা টার্নারের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৭১ রানের আরেকটি অধিনায়কোচিত ইনিংস। ৩৬ বলে চারটি বাউন্ডারিসহ ক্লার্কের অবদান ৩৪ রান।
বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন আল আমিন, সাব্বির রহমান, সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ। নয়জনকে বোলারের ভূমিকায় দেখা গেলেও বিস্ময়করভাবে বল হাতে নেননি তিন ফরম্যাটের ক্রিকেটে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব!
১৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি ৯ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে। ১২ ফেব্রুয়ারি পরের ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।