উসাইন বোল্টের দারুণ সূচনা
রিও অলিম্পিকের শুরুটা দারুণ হয়েছে উসাইন বোল্টের। ১০০ মিটার স্প্রিন্টে নিজের হিটে প্রথম হয়েছেন বিশ্বের দ্রুততম মানব।
আজ রিও ডি জেনিরোর অলিম্পিক স্টেডিয়ামে সপ্তম হিটে ট্র্যাকে নেমেছিলেন বোল্ট। রৌদ্রোজ্জ্বল দিনে কিছুটা ধীরগতিতে শুরু করেছিলেন তিনি। একসময় মনে হচ্ছিল প্রথম হওয়া বোধহয় সম্ভব হবে না। কিন্তু শেষ কয়েক মিটার অসম্ভব জোরে দৌড়ে সবার আগে ফিনিশিং টেপ ছুঁয়েছেন জ্যামাইকার ‘গতিদানব’। যদিও নিজের গড়া বিশ্বরেকর্ডের (৯.৫৮ সেকেন্ড) ধারেকাছেও যেতে পারেনি বোল্টের টাইমিং। হিটে জিততে তাঁর লেগেছে ১০.০৭ সেকেন্ড।
গত দুটো অলিম্পিকের অ্যাথলেটিকস ছিল বোল্টের কীর্তিধন্য। বেইজিং আর লন্ডনে ১০০, ২০০ ও ৪X১০০ মিটার রিলের স্বর্ণ জিতেছিলেন ‘লাইটনিং বোল্ট’। এবারও এই তিন ইভেন্টে অংশ নিচ্ছেন বলে তাঁর সামনে অবিশ্বাস্য ‘ট্রিপল ট্রিপল’ অর্জনের হাতছানি।
বোল্ট ভালোমতোই জানেন, আজ তিনি ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে। তাই ইতিহাসের সাক্ষী হতে ভক্তদের স্টেডিয়ামে আসার আহ্বান জানিয়েছিলেন রিওতে পা রেখেই। রিওতে প্রথম দৌড়ে ভক্তদের হতাশ করেননি বোল্ট। হিটে প্রথম হয়ে ইতিহাসের পথে একধাপ এগিয়ে গেছেন তিনি।