এবার রেকর্ডে চোখ বোল্টের
১০০ মিটার স্প্রিন্টের মতো ২০০ মিটারের বিশ্বরেকর্ডও উসাইন বোল্টের অধিকারে। রিও অলিম্পিকে প্রত্যাশিতভাবে ১০০ মিটারের স্বর্ণ জিতলেও রেকর্ড অবশ্য গড়তে পারেননি। তবে তাতে হতাশ নন বিশ্বের দ্রুততম মানব। বোল্টের আশা, ২০০ মিটারে রেকর্ড গড়েই আরেকটি অলিম্পিক স্বর্ণ মুঠোবন্দি করবেন তিনি।
আজ রাতে ২০০ মিটারের হিটে অংশ নেবেন বোল্ট। আজ সফল হলে অবিশ্বাস্য ‘ট্রিপল ট্রিপল’ লক্ষ্যের পথে আরেক ধাপ এগিয়ে যাবেন জ্যামাইকার ‘গতিদানব’। সাত বছর আগে ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটারের বিশ্বরেকর্ড গড়া বোল্ট হিট নিয়ে তেমন ভাবছেন না। তাঁর চিন্তা-চেতনায় শুধুই আরেকটি রেকর্ডের স্বপ্ন, ‘আমার মনে হয় সেমিফাইনালের পর এক রাত ভালোভাবে বিশ্রাম নিতে পারলে রেকর্ডটা গড়তে পারব। আমি অবশ্য সব কিছু (অ্যাথলেটিক) ট্র্যাকের ওপরে ছেড়ে দিচ্ছি। সেখানেই যথাসম্ভব সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ ২০০ মিটারের সেমিফাইনাল হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে, আর ফাইনাল শুক্রবার সকালে।
বোল্ট অনেক দিন ধরে বলে আসছেন, ২০০ মিটারে ১৯ সেকেন্ডের কম সময়ে দৌড়ানো তাঁর লক্ষ্য। এ বছর অবশ্য নিজের রেকর্ডের ধারেকাছেও যেতে পারেননি তিনি। ২০১৬ সালে ২০০ মিটারে তাঁর সেরা টাইমিং ১৯.৮৯ সেকেন্ড। ১৯.৭৪ সেকেন্ড নিয়ে সেরা টাইমিং যুক্তরাষ্ট্রের লাশন মেরিটের। রিও অলিম্পিকে বোল্টের পেছনে থেকে ১০০ মিটারে রুপা জেতা জাস্টিন গ্যাটলিন ১৯.৭৫ সেকেন্ড নিয়ে দ্বিতীয় স্থানে আছেন এ বছর।
অবশ্য শুধু রেকর্ড নয়, টানা তিন অলিম্পিকে তিনটি স্বর্ণ জয়ের কঠিন লক্ষ্যের সামনেও দাঁড়িয়ে বোল্ট। ‘ট্রিপল ট্রিপল’ লক্ষ্য সম্পর্কে ‘লাইটনিং বোল্ট’-এর অভিমত, ‘আমি এখানে তিনটি স্বর্ণপদক জিততে এসেছি। আমি এখানে নিজেকে সর্বকালের অন্যতম সেরা অ্যাথলেট প্রমাণ করতে এসেছি। কোনো কারণে তা না হলে ভীষণ দুঃখ পাব। আমি নিজেকে সবার চেয়ে এগিয়ে রাখতে চাই।’