মুখোমুখি বার্সা-বায়ার্ন, জুভেন্টাস-রিয়াল
এবারের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। অন্য সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ জুভেন্টাস। শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে সেমিফাইনালের ড্র।
মে মাসের ৫ ও ৬ তারিখে হবে প্রথম লেগের খেলা। ফিরতি লেগ ১২ ও ১৩ মে।
২০০৩ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলতে যাচ্ছে দুবারের শিরোপাজয়ী জুভেন্টাস। গত মৌসুমে রেকর্ড দশমবারের মতো ইউরোপসেরার মুকুট পরা রিয়াল মাদ্রিদের লক্ষ্য শিরোপা-সংখ্যাকে ১১-তে নিয়ে যাওয়া।
অন্য সেমিফাইনাল জন্ম দিয়েছে জমজমাট লড়াইয়ের প্রেক্ষাপট। যে লড়াইয়ে মুখোমুখি প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও চারবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। গত পাঁচ বছরে তিনবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছিল বায়ার্ন। এর মধ্যে ২০১২-১৩ মৌসুমের সেমিফাইনালে বার্সেলোনাকে রীতিমতো বিধ্বস্ত করেছিল ব্যাভারিয়ানরা, দুই লেগ মিলে জিতেছিল ৭-০ গোলে। সেই মৌসুমে প্রথমবারের মতো তিনটি শিরোপা জিতে বায়ার্ন মেতে উঠেছিল গৌরবজনক ‘ট্রেবল’-এর উল্লাসে। এবার বার্সার সামনে সেই হারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ।