কোয়ার্টার ফাইনালে পরাস্ত নাদাল
চতুর্থ রাউন্ড সহজে জিতে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন; কিন্তু পরের ম্যাচেই বিধ্বস্ত রাফায়েল নাদাল। মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে তমাস ব্যারদিখ সরাসরি সেটে হারিয়ে দিয়েছেন এই স্প্যানিশ তারকাকে। রড লেভার অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটির ফল ৬-২, ৬-০, ৭-৬ (৭/৫)।
চোট আর অসুস্থতায় গত বছর একদমই ভালো কাটেনি নাদালের। প্রিয় গ্র্যান্ডস্লাম ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন ঠিকই, কিন্তু উইম্বলডনে বিদায় নিয়েছিলেন চতুর্থ রাউন্ডে। অস্ট্রেলিয়ান ওপেনের গত আসরে ফাইনালে সুইজারল্যান্ডের স্টানিস্লাস ভাভরিঙ্কার কাছে হেরে রানারআপ হলেও এবার কোয়ার্টার ফাইনালেই তিনি ভূপাতিত।
নাদালের ব্যর্থতার দিন জয়যাত্রা অব্যাহত রেখেছেন মারিয়া শারাপোভা। কানাডার ইউজেনি বুশার্ডকে ৬-২, ৬-৩ গেমে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে গেছেন এই রুশ-সুন্দরী। শেষ চারের লড়াইয়ে শারাপোভার প্রতিপক্ষ স্বদেশের একাতেরিনা মাকারোভা।