নেপাল থেকে কিশোরী ফুটবলারদের স্বস্তিতে ফেরা
মারাত্মক ভূমিকম্পে নেপাল এখন মৃত্পুরী। গত শনিবার বিকেলে মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল স্বাগতিক নেপাল। কিন্তু সেদিন দুপুরে ভূমিকম্প আঘাত হানায় স্থগিত করা হয় ম্যাচটি। কাঠমান্ডুতে প্রায় ৩৬ ঘণ্টা উদ্বেগের ভেতর কাটানোর পর রোববার রাত ১১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে নিরাপদে ঢাকায় এসে পৌঁছেছে কিশোরী ফুটবলাররা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা ফুটবল কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘মেয়েরা নিরাপদে দেশে ফিরেছে। তাদের শিগগিরই নিজেদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।’
এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলের স্থগিত হওয়া ফাইনাল ঢাকায় আয়োজনের চেষ্টা করছে বাফুফে। কিরণ বলেন, ‘আমরা ম্যাচটি ঢাকায় আয়োজন করার চেষ্টা করছি। আশা করি, আমাদের প্রচেষ্টা সফল হবে।’
ফাইনালের ভেন্যু কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের গ্যালারিতে ফাটল ধরেছে। প্রধান গেটও ভেঙে গেছে ভূমিকম্পে।