রোনালদোকে ছাড়াই পর্তুগাল দল
ক্রিস্টিয়ানো রোনালদো কবে মাঠে ফিরবেন? প্রশ্নটার উত্তর জানা নেই কারো। গত সপ্তাহে হালকা প্র্যাকটিস শুরু করলেও ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাননি রিয়াল মাদ্রিদ তারকা। তাই বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতে অধিনায়ককে পাচ্ছে না পর্তুগাল।
গত মাসে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাঁটুতে ব্যথা পেয়েছিলেন রোনালদো। প্রথমার্ধের ২৫ মিনিটে ব্যথা পাওয়ার পর মাঠের বাইরে থেকেই সতীর্থদের ইউরোপ জয় দেখেছিলেন এই সময়ের অন্যতম সেরা ফুটবলার। বৃহস্পতিবার ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার জিতে নেওয়া রোনালদো এখন আপ্রাণ চেষ্টা করছেন মাঠে ফেরার।
১ সেপ্টেম্বর জিব্রাল্টারের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে পর্তুগাল। পাঁচদিন পর শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। ৬ সেপ্টেম্বর বাছাইপর্বে পর্তুগিজদের প্রথম প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে রোনালদো নেই। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস জানিয়েছেন, ‘আমাকে বলা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো পুরোপুরি ফিট নয়।’
এ মাসের শুরুতে রোনালদোকে ছাড়াই সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দলের ৩-০ গোলের সহজ জয়ও মাঠের বাইরে বসে দেখতে হয়েছিল রিয়ালের সবচেয়ে বড় তারকাকে।
আগামীকাল সেল্তা ভিগোর বিপক্ষে আবার স্পেনের পরাশক্তিদের লড়াই। এই ম্যাচে মাঠে নামার আশা জানিয়ে ইন্সটাগ্রামে একটা ছবি পোস্ট করেছিলেন রোনালদো। তবে তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের আশা পূরণ হচ্ছে না। কালও মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে।