সেমিফাইনালের আগে সুখবর পেলেন জাহিদ
বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হওয়ার পর একটা দুঃসংবাদ পেয়েছিলেন জাহিদ হোসেন। প্রিমিয়ার লিগের দলবদলে নাম নিবন্ধন হয়নি এই তারকা ফরোয়ার্ডের। শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে নাম জমা দিলেও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সঙ্গে অর্থসংক্রান্ত জটিলতায় ফুটবল ফেডারেশন তাঁর নাম নিবন্ধন করেনি।
তবে থাইল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগের দিন একটা সুসংবাদ পেয়েছেন জাহিদ। ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন তাঁকে শিগগিরই ‘ঝামেলা’ মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
গত বুধবার সালাউদ্দিন বাংলাদেশ দলের হোটেলে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে যান। তখনই জাহিদ বিষয়টি জানান বাফুফে সভাপতিকে। সালাউদ্দিন তাঁকে এ নিয়ে দুশ্চিন্তা না করে খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।
বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম।
মামুনুল বলেন, ‘বাফুফে সভাপতি জাহিদকে বলেছেন ‘তুমি খেলায় মনোযোগ দাও। এই বিষয়টি দেখার দায়িত্ব আমার। আমি প্রয়োজনে মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার সঙ্গে কথা বলব।’
জাহিদের বিরুদ্ধে মোহামেডানের অভিযোগ, গত মৌসুমে তাদের সঙ্গে ৩৪ লাখ টাকায় চুক্তিবদ্ধ হলেও লিগে ‘ঠিকমতো’ খেলেননি। বাফুফের কাছে এই অভিযোগ করে টাকাও ফেরত চেয়েছিল ক্লাবটি। এরপর বাফুফের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চুক্তির অর্ধেক টাকা ফেরত দিতে বলা হয় জাহিদকে।
কিন্তু মোহামেডানকে টাকা ফেরত না দিয়েই শেখ রাসেলের হয়ে বাফুফেতে নাম জমা দিয়েছিলেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। কিন্তু তাঁর নাম নিবন্ধন হয়নি। গত ৩০ জানুয়ারি দলবদলের সময়ও শেষ হয়ে গেছে। মোহামেডানের টাকা ফেরত না দেওয়ায় লিগে জাহিদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে বাফুফে সভাপতির আশ্বাসে সমস্যা মিটে যাবে বলে আশা করছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। লিগে জাহিদের খেলা নিয়ে অনিশ্চয়তা কেটে যাবে বলেই তাঁদের বিশ্বাস।