ডোপিংয়ের অভিযোগে সাঁতার-তারকার বিস্ময়
ডোপিং পরীক্ষায় যে উতরাতে পারবেন না, তা ভাবতেই পারেননি পার্ক তায়ে-হুয়ান। দক্ষিণ কোরিয়াকে অলিম্পিক সাঁতারে একটি সোনাসহ চারটি পদক উপহার দেওয়া পার্ক দুঃসংবাদটা শুনে ভীষণ বিস্মিত। স্বদেশের একটি হাসপাতাল থেকে দেওয়া ইনজেকশনকে এজন্য দায়ী করছেন তিনি।
পার্কের এজেন্সি ‘টিম জিএমপি’ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ‘হাসপাতাল থেকে যখন পার্ককে ইনজেকশনটা দেওয়া হচ্ছিল, তখন তিনি বারবার জিজ্ঞাসা করছিলেন অবৈধ কোনো কিছু আছে কিনা। ডাক্তার বলেছিলেন কোনো সমস্যা হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ইনজেকশনে অবৈধ উপাদান ছিল। ডোপিং পরীক্ষায় পাস করতে পারবেন না এমন আশঙ্কায় ঠান্ডা লাগার ওষুধও খাননি পার্ক। এই ঘটনায় অন্য যে কারো চেয়ে পার্ক অনেক বেশি অবাক হয়েছেন।’
ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় পার্ক বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে না পারলে হাসপাতালটির বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে তাঁর এজেন্সি। আগামী জুলাইয়ে রাশিয়ায় হবে সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৪০০মিটার ফ্রি-স্টাইলে সোনা এবং ২০০ মিটার ফ্রি-স্টাইলে রুপা জিতেছিলেন পার্ক। চার বছর পর লন্ডন অলিম্পিকে এই দুই ইভেন্টেই রুপা পান তিনি। গত বছর দক্ষিণ কোরিয়ার ইনচন এশিয়ান গেমসে একটি পুলের নামকরণ করা হয়েছিল পার্কের নামে।