জুভেন্টাসের উৎসবের আগেই অস্বস্তির কাঁটা
ইতালিয়ান সেরি-আয় জুভেন্টাসের আরেকটি শিরোপা জয় শুধুই সময়ের ব্যাপার এখন। তবে নিকটতম প্রতিপক্ষ লাৎসিওর চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে থাকলেও ইতালির সফলতম দলকে একটা অস্বস্তির কাঁটা বিদ্ধ করছে। গত রোববার তোরিনোর মাঠে ২-১ গোলে হেরে যাওয়ায় শিরোপা-উৎসব পিছিয়ে গেছে ‘জুভ’দের। সেদিন দুই দলের সমর্থকদের মারামারি ইতালির ফুটবলকে আবারও লজ্জায় ফেলে দিয়েছে।
খেলা চলার সময় তোরিনো সমর্থকদের গ্যালারি থেকে উড়ে আসার বোমা নয়জনকে আহত করেছে। এ নিয়ে আপাতত তদন্তে ব্যস্ত পুলিশ। জুভেন্টাসের দুজন ও তোরিনোর একজন সমর্থক গ্রেপ্তার হয়েছেন। স্টেডিয়ামের বাইরে গোলমাল করার অভিযোগে জুভেন্টাসের আরো দুই সমর্থককে আটক করা হয়েছে।
সেদিন অবশ্য খেলা শুরু হওয়ার আগে থেকেই পরিস্থিতি উত্তপ্ত ছিল। জুভেন্টাসের টিম বাস স্টেডিয়ামে যাওয়ার পথে তোরিনোর কয়েক শ সমর্থকের ক্ষোভের মুখে পড়ে। তারা বাস আটকে, ঢিল ছুড়ে, জানালার কাচ ভেঙে আতঙ্ক ছড়িয়ে দেয় খেলোয়াড়দের মধ্যে।
এসব ঘটনায় ভীষণ ক্ষুব্ধ আর হতাশ জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আল্লেগ্রি। তিনি বলেছেন, ‘এ ধরনের ঘটনা বাচ্চাদের ফুটবলের প্রতি বিমুখ করে তুলবে। এ ধরনের ঘটনা যেন ইতালিরই পরাজয়।’
তোরিনোর কাছে হেরে গেলেও এ সপ্তাহেই টানা চতুর্থ ও রেকর্ড ৩১তম লিগ শিরোপার আনন্দে মেতে উঠতে পারে জুভেন্টাস। বুধবার রাতে জুভেন্টাস ফিওরেন্টিনাকে হারালে আর পার্মার বিপক্ষে লাৎসিও পয়েন্ট নষ্ট করলেই শিরোপার মীমাংসা হয়ে যাবে।