বায়ার্নের ট্রেবল জয়ের আশা শেষ
দুদিন আগে জার্মান বুন্দেসলিগা জয়ের আনন্দে মেতে ওঠা বায়ার্ন মিউনিখ হঠাৎই ভূপাতিত! মঙ্গলবার রাতে জার্মান কাপের সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে টাইব্রেকারে হেরে গেছে বায়ার্ন। তাই এ মৌসুমে তিনটি শিরোপা জিতে ট্রেবলের আশা শেষ হয়ে গেছে জার্মানির সফলতম দলের।
২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা আর জার্মান কাপে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো ট্রেবল উৎসবে মেতে উঠেছিল বায়ার্ন। এবারও সেই সম্ভাবনা ছিল। কিন্তু জার্মান কাপে হোঁচট খাওয়ায় পেপ গার্দিওলার শিষ্যদের তাকিয়ে থাকতে হচ্ছে চ্যাম্পিয়নস লিগের দিকে। আগামী ৬ মে এ প্রতিযোগিতার সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামবে বায়ার্ন। যেখানে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা।
বায়ার্নের জন্য দুঃখজনক ঘটনা, ডর্টমুন্ডের কাছে তারা হেরেছে ঘরের মাঠে। এবং টাইব্রেকারের চারটি শটই মিস করে! আলিয়াঞ্জ অ্যারেনায় ২৯ মিনিটে রবার্ত লেভানদভস্কি এগিয়ে দেন বায়ার্নকে। ৭৫ মিনিটে পিয়েরে-এমেরিক ওবামিয়াংয়ের লক্ষ্যভেদ সমতা ফেরায় ম্যাচে। এর পর নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের ৩০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।
সেখানে একের পর এক ব্যর্থতা শোকে স্তব্ধ করে দিয়েছে বায়ার্ন সমর্থকদের। ফিলিপ লাম আর জাবি আলন্সোর প্রথম দুই শট উড়ে গেছে ক্রসবারের ওপর দিয়ে। মারিও গোৎসের নেওয়া তৃতীয় শট ঠেকিয়ে দিয়েছেন ডর্টমুন্ডের গোলরক্ষক। এর ফাঁকে দুই গোল করে অতিথি দল এগিয়ে গেছে জয়ের পথে।
বায়ার্নের হয়ে চতুর্থ শট নিয়েছিলেন গোলরক্ষক মানুয়েল নয়ার। শটটা ক্রসবারে বাধা পাওয়ায় জয়োল্লাসে ফেটে পড়েছে ডর্টমুন্ডের খেলোয়াড়রা।