ঢাকায় এসেছেন ফুটবল কোচ ক্রুইফ
২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশের প্রথম দুই ম্যাচ আগামী জুনে। বাংলাদেশ দলকে প্রস্তুত করতে বুধবার নেদারল্যান্ডস থেকে ঢাকায় এসেছেন কোচ লোডভিক ডি ক্রুইফ।
বাছাইপর্বের দ্বিতীয় পর্বের ‘বি’ গ্রুপে ১১ জুন কিরগিজস্তান ও ১৬ জুন তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটো ম্যাচই হবে বাংলাদেশে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ‘কোচ আপাতত চলমান প্রিমিয়ার লিগের ম্যাচগুলো দেখবেন। তারপর দল গঠন করে প্রস্তুতি শুরু করবেন তিনি।’
বাছাইপর্বে কিরগিজস্তান ও তাজিকিস্তান ছাড়া বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও জর্ডান। ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে এবং ৮ সেপ্টেম্বর নিজেদের মাটিতে জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৩ অক্টোবর কিরগিজস্তান ও ১২ নভেম্বর তাজিকিস্তানের মাঠে খেলার পর ১৭ নভেম্বর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানাবে ক্রুইফের শিষ্যরা। বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী বছরের ২৪ মার্চ জর্ডানের মাটিতে।