মুক্তিযোদ্ধাকে হারিয়ে তৃতীয় স্থানে মোহামেডান
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে দারুণ এক জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বুধবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে প্রথমে দুই গোলে পিছিয়ে পড়েও ঐতিহ্যবাহী দলটি শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় তুলে নেয়।
এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে মোহামেডান উঠে এসেছে তৃতীয় স্থানে। এর আগে তাদের অবস্থান ছিল পঞ্চম। সমান ম্যাচ থেকে সমান সংগ্রহে গোল ব্যবধানে পিছিয়ে থেকে মুক্তিযোদ্ধার অবস্থান মোহামেডানের পরই।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৪০ মিনিটে মিডফিল্ডার বিপ্লবের গোলে মুক্তিযোদ্ধা এগিয়ে যায়। বিরতির তিন মিনিট বাকি থাকতে স্ট্রাইকার এনামুল হোসেন মুক্তিযোদ্ধা ব্যবধান দ্বিগুণ করে ফেলেন।
অবশ্য দুই গোলে পিছিয়ে থাকা মোহামডোনকে দ্বিতীয়ার্ধে দেখা গেল একেবারেই অন্যরূপে। ৫৫ মিনিটে গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরার গোলে ব্যবধান কিছুটা কমায় সাদা-কালোর শিবির।
অবশ্য খেলার সমতা আনতে বেশ কিছুক্ষণ সময় লেগেছিল মোহামেডানের। ৮০ মিনিটে বদলি মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিমের গোলে সমতায় ফিরে তারা। তিন মিনিট পর ইসমাইল বাঙ্গুরা পেনাল্টি থেকে গোলে করে মোহামেডানকে জয়ের উল্লাসে মাতিয়ে তোলেন।
দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে। পুরনো ঢাকার দলটির জয়ে একমাত্র গোলটি করেন সুমন আলী।